ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঢাবি হল কমিটি ঘোষণা

ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৪, ১৩ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাবি হল কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার হল কমিটি ঘোষণা করা হয়েছে।

 

মঙ্গলবার সকালে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, বিশ্ববিদ্যালয় সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

 

কমিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের জন্য সভাপতি মনোনীত হয়েছেন রকিবুল ইসলাম বাঁধন, সাধারণ সম্পাদক হয়েছেন আল আমিন রহমান।

 

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সভাপতি হয়েছেন ইউসুফ উদ্দিন খান, সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল মাসুদ লিমন।

 

বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল সভাপতি হয়েছেন বেনজির হোসেন নিশি, সাধারণ সম্পাদক রনক জাহান রাইন।

 

বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল শাখার সভাপতি হয়েছেন ফরিদা পারভীন, সাধারণ সম্পাদক শ্রাবণী শায়লা।

 

সলিমুল্লাহ মুসলিম হল শাখার সভাপতি হয়েছেন তাহসান আহমেদ রাসেল, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান তাপস।

 

জগন্নাথ হল শাখার সভাপতি হয়েছেন সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক হয়েছেন উৎপল বিশ্বাস।

 

শামসুন নাহার হল শাখার সভাপতি নিপু ইসলাম তন্বী, সাধারণ সম্পাদক হয়েছেন জিয়াসমিন শান্তা।

 

কবি সুফিয়া কামাল হল শাখার সভাপতি ইফফাত জাহান এশা, সাধারণ সম্পাদক সারজিয়া শারমিন সম্পা।

 

স্যার এ এফ রহমান হল শাখার সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুষার।

 

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখার সভাপতি মো. সোহানুর রহমান, সাধারণ সম্পাদক আসিফ তালুকদার।

 

পল্লি কবি জসীম উদদীন হল শাখার সভাপতি সৈয়দ মো. আরিফ হোসেন, সাধারন সম্পাদক শাহেদ খান।

 

বিজয় একাত্তর হল শাখার সভাপতি ফকির রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক মো. নয়ন হাওলাদার।

 

মাস্টার দা সূর্যসেন হল শাখার সভাপতি মো. গোলাম সরোয়ার, সাধারণ সম্পাদক নাহিদ হাসান শাহিন।

 

হাজী মুহাম্মদ মুহসীন হল শাখার সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানী।

 

ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ হল শাখার সভাপতি মো. সাকিব হাসান, সাধারণ সম্পাদক আরিফ হোসেন রিফাত।

 

রোকেয়া হল শাখার সভাপতি লিপি আক্তার, সাধারণ সম্পাদক শ্রাবণী ইসলাম।

 

অমর একুশে হল শাখার সভাপতি আব্দুর রাজ্জাক রাজ, সাধারণ সম্পাদক এহসান উল্লাহ।

 

ফজলুল হক মুসলিম হল শাখার সভাপতি শাহরিয়ার সিদ্দিকী শিশিম, সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান।

 

এর আগে গত ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোকে আরো গতিশীল ও বেগবান করার লক্ষ্যে প্রথমবারের মত ‘হল সম্মেলন’ এর আয়োজন করেছিল বাংলাদেশ ছাত্রলীগ।

 

এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরাই এ প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সম্মেলনের আয়োজন করেছি। ব্যতিক্রমী এ আয়োজনের মধ্য বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হলগুলোতে এক ঝাঁক তরুণ মেধাবী নেতৃত্ব গড়ে উঠবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীকে সারা দেশের ছাত্র নেতা-কর্মীরা অনুসরণ করে। তাই বিশ্ববিদ্যালয়ের হলগুলোর নেতাদের প্রত্যেককে হতে হবে এক একটা আদর্শ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় সে লক্ষ্যে কাজ করতে হবে। কোনো শিক্ষার্থীর অসুবিধা হলে তোমাদের এগিয়ে আসতে হবে। আগামীর দেশ গড়ার যোগ্য নেতা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।’

 

সাধারণ সম্পাদক মোতাহার হোসনে প্রিন্স বলেন, ‘ছাত্রলীগের কাজ শুধু রাজনীতি নয়। ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীকে দেশের সেবক হিসেবে কাজ করতে হবে। বিপদে-আপদে সবার সহযোগিতায় এগিয়ে আসতে হবে। শুধু নেতৃত্বে গ্রহণ করলেই হবে না। এর সঠিক ব্যবহার করতে হবে। ছাত্রলীগের মূল লক্ষ্য বাস্তবায়নে নিজেকে সদা প্রস্তুত রাখতে হবে। কোনো গ্রুপিং না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন-ভিশন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ ডিসেম্বর ২০১৬/ইয়ামিন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়