ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভাঙা সেতু নিয়ে বিপাকে মানুষ

সোহেল মিয়া || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ১১ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 ভাঙা সেতু নিয়ে বিপাকে মানুষ

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের যদুপুর গ্রামে নির্মিত সেতুর মাঝখানে ভেঙে যাওয়ায়  বিপদে পড়েছে ১২ টি গ্রামের সাধারণ মানুষ।

 

শুক্রবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, সেতুটির মাঝখানে একটি বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং পূর্বপাশের রেলিং ভেঙে গেছে। স্থানীয়রা গর্তের মাঝখানে বাঁশের খুঁটি দিয়ে লাল কাপড় টানিয়ে রেখেছেন।

 

স্থানীয়রা জানান, জেলা শহরে যাওয়ার একমাত্র সংযোগ সেতুটি ভেঙে যাওয়ায় বড় ধরনের কোনো গাড়ি সেতুর  উপর দিয়ে যেতে পারছে না এবং প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।

 

উপজেলা এলজিইডি প্রকৌশলী তপন কুমার সাহা বলেন, যদুপুর খালের উপর ১৯৭০ সালে সেতুটি নির্মাণ করা হয়। সেতুটির বেহাল অবস্থার কথা শুনেছি, খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিকে বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম অভিযোগ করে বলেন, সংস্কারের কথা বলেও কাজ শুরু করছে না এলজিইডি।’

 

মানুষ ও যান চলাচল নির্বিঘ্ন করতে সেতুটি দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।

 

 

রাইজিংবিডি/রাজবাড়ী/১১ নভেম্বর ২০১৬/সোহেল মিয়া/সুজন/রিশিত 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়