ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হবিগঞ্জে চিকিৎসক-সেবিকাদের বিক্ষোভ র‌্যালি

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৯, ১৮ নভেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হবিগঞ্জে চিকিৎসক-সেবিকাদের বিক্ষোভ র‌্যালি

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তরুণ কান্তি পালের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে রোববার বিক্ষোভ র‌্যালি করেছেন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ও সেবিকারা।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বেলা ১২টায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল এলাকা থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল এলাকায় এসে শেষ হয়।

জেলা বিএমএ সহ-সভাপতি অসিত রঞ্জন দাস ও জমির আলীর নেতৃত্বে অনুষ্ঠিত এ র‌্যালিতে অন্যান্যের মধ্যে চিকিৎসক প্রদীপ কুমার দাস, মুজিবুর রহমান পলাশ, আরশেদ আলী, আবু সুফিয়ান, পরেশ চন্দ্র দাস, কায়সার রহমান, সাজ্জাতুল মামুন ও সাবিনা আশরাফ লিপি অংশ নেন। এ ছাড়াও এতে হবিগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এতে অংশ নেন।

এর আগে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত একই দাবিতে ১ ঘণ্টার কর্মবিরতি পালন করেন জেলার সব হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও সেবিকারা।

প্রসঙ্গত, গত ১১ নভেম্বর রাতে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর স্বজনরা দায়িত্বরত চিকিৎসক তরুণের ওপর হামলা চালান। এ ঘটনায় চিকিৎসক তরুণ মাধবপুর থানায় মামলা দায়ের করেছেন।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়