ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হাক্কানি নেটওয়ার্ক-প্রধান মৃত

রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ৩১ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাক্কানি নেটওয়ার্ক-প্রধান মৃত

জালালউদ্দিন হাক্কানি

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের অন্যতম প্রভাবশালী জঙ্গিগোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ও প্রধান জালালউদ্দিন হাক্কানি বছর খানেক আগেই মারা গেছেন। হাক্কানি গোষ্ঠীর ঘনিষ্ঠ এক সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দীর্ঘদিন রোগ ভোগের পর হাক্কানির স্বাভাবিক মৃত্যু হয়েছে এবং আফগানিস্তানেই তাকে সমাহিত করা হয়েছে।

 

জালালউদ্দিন হাক্কানির মৃত্যু নিয়ে অনেকবারই গুজব রটেছিল, কিন্তু জঙ্গিগোষ্ঠীটি বারবারই বিষয়টি অস্বীকার করে এসেছে। মৃত্যুর পর তার ছেলে সিরাজুদ্দিন হাক্কানি জঙ্গিগোষ্ঠীটির নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে হাক্কানি নেটওয়ার্ক আফগান ও ন্যাটো বাহিনীর ওপর ঘন ঘন আক্রমণ পরিচালনা করে।

 

হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে আল-কায়েদা ও তালেবানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

 

তথ্যসূত্র: বিবিসি।

 


রাইজিংবিডি/ঢাকা/৩১ জুলাই ২০১৫/রহমান/কমল কর্মকার

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়