ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রোকেয়া বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা

এসটি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩১, ৯ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোকেয়া বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক : নানা আয়োজনের মধ্য দিয়ে দেশে পালিত হচ্ছে রোকেয়া দিবস-২০১৬।

 

দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে বেগম রোকেয়ার ভাস্কর্যের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সংগঠন।

 

শুক্রবার সকাল ৯টায় রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নাজমা শাহীনের নেতৃত্বে হলের আবাসিক শিক্ষক ও ছাত্রীরা প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র, নারী সংহতি, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, গণসংহতি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

 

শ্রদ্ধা নিবেদন শেষে নারীর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি নাঈমা খালেদ মনিকা। তিনি বলেন, বেগম রোকেয়া চেয়েছিলেন নারীরা শিক্ষিত হলে সমাজে তাদের মর্যাদাবোধ প্রতিষ্ঠিত হবে। কিন্তু আজও আমাদের সমাজে নারীরা নিরাপদ নয়, নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি। নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়নি। ফলশ্রুতিতে নারীদের প্রতি এখনো নির্যাতন চলছে।

 

এদিকে বেগম রোকেয়ার জীবনের বিভিন্ন দিক, নারীদের ওপর নির্যাতন, আন্দোলন নিয়ে চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র। পহেলা বৈশাখে নারীর ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে এর বিচার দাবি করে সংগঠনটি।

 

এ ছাড়া দিবসটি উপলক্ষে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বেলা ৩টায় ডাকসু দ্বিতীয় তলায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। পরে সন্ধ্যা ৬টায় রোকেয়া হল মিলনায়তনে অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশন বক্তৃতা, স্বর্ণপদক ও বৃত্তি প্রদান’ অনুষ্ঠান।

 

রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাজমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

 

প্রসঙ্গত, বাংলার নারী জাগরণের অগ্রদূত মহিয়সী নারী বেগম রোকেয়ার ১৩৬তম জন্ম ও ৮৪তম মৃত্যুবার্ষিকী আজ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ ডিসেম্বর ২০১৬/এসটি/হাসান/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়