ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

হামলার আতঙ্কে মার্কিন নৌবাহিনীর দফতর বন্ধ

কামরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ২ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হামলার আতঙ্কে মার্কিন নৌবাহিনীর দফতর বন্ধ

নৌ সদর দফতরের মূলফটকে নিরাপত্তা বাহিনীর অবস্থান

আন্তর্জাতিক ডেস্ক : বন্দুকধারীর হামলার আশঙ্কায় রাজধানী ওয়াশিংটনে অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সদর দফতর বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী শনিবার দেশটির স্বাধীনতা দিবসে সন্ত্রাসী হামলার আশঙ্কা থাকায় এমনিতেই দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।
কিন্তু বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ওই নৌ সদর দফতরে গোলাগুলির খবর প্রকাশিত হওয়ার পর পুরো এলাকা নিরাপত্তা বাহিনীতে ঢেকে যায়। বন্দুকধারীকে ধরতে বাড়িতে বাড়িতে অভিযান শুরু করে তারা। শহরজুড়ে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য নিয়োগ করা হয়েছে।

 

২০১৩ সালে এই নৌ-দফতরে বন্দুকধারীর হামলায় ১২ কর্মী নিহত হয়েছিল। তবে এ ব্যাপারে বিস্তারিত জানা না গেলেও ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে, বন্দুকধারীকে ধরতে অভিযান চলছে। কোনো গোলাগুলি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

 

নৌ-দফতরের এক কর্মকর্তা জানান, কেউ নিখোঁজ নেই। পুলিশ এখানকার সবাইকে সাক্ষাৎকার নিয়েছে। তারা সবাই বন্দুকযুদ্ধের শব্দ পেয়েছেন।

 

যুক্তরাষ্ট্রের নেভি জানায়, তাদের ওয়াশিংটন ডিস্ট্রিক অফিস জানিয়েছে, পরিস্থিতি শান্ত রয়েছে। সেখানে কোনো অঘটনের খবর এখনো পাওয়া যায়নি।
 


 
    
রাইজিংবিডি/ঢাকা/২ জুলাই ২০১৫/কামরুজ্জামান

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়