ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হামলায় আহত কণ্ঠশিল্পী অভি মারা গেছেন

বুলবুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৩, ২০ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হামলায় আহত কণ্ঠশিল্পী অভি মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক :  দুর্বৃত্তদের হামলায় আহত হওয়া কণ্ঠশিল্পী মোহাম্মদুল্লাহ নীরব অভি (২৬) মারা গেছেন।

বুধবার রাত ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় অভি মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
 


গত বৃহস্পতিবার রাজধানী বংশাল থানাধীন মুকিম বাজার করবস্থানের সামনে ধারালো অস্ত্র দিয়ে অভির ওপর হামলা করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, অভির শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

ছেলে হত্যার বিচারের দাবি জানিয়েছেন অভির বাবা মো. অলিউল্লাহ। তিনি বলেন, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে তাদের শাস্তির আওতায় আনা হোক।




রাইজিংবিডি/ঢাকা/২০ জুন ২০১৯/বুলবুল/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়