ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘এমন ম্যাচে হারা হতাশাজনক’

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৭, ১৬ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘এমন ম্যাচে হারা হতাশাজনক’

ক্রীড়া ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসের পারফরম্যান্সের পর বাংলাদেশের বিপক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিল। অন্ততপক্ষে ড্রয়ের প্রত্যাশা ছিল টাইগার সমর্থকদের।

কিন্তু দ্বিতীয় ইনিংসের চোট আর বাজে পারফরম্যান্সের ফলে হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে বাংলাদেশকে।

ওয়েলিংটনে প্রথম টেস্টে ৭ উইকেটে হারের পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।

নিজেদের হারের পর মুশফিক বলেন, ‘নিঃসন্দেহে এমন ম্যাচে হারাটা হতাশার। ভালো বোলিং আমাদের ভুগিয়েছে এবং আমাদের দলে বেশ কিছু ইনজুরি সমস্যা ছিল। যা দলের জন্য মঙ্গলজনক ছিল না। আমাদের দলের বোলাররা খুবই অনভিজ্ঞ। আশা করছি তারা দ্রুত কৌশল শিখে নেবেন।’

পরবর্তী টেস্টে বোলারদের কাছ থেকে সেরাটা পাওয়ার প্রত্যয় ব্যক্ত করে মুশফিক বলেন, ‘আশা করছি বোলাররা ক্রাইস্টচার্চে ভালো করবে। বোলিংয়ে প্রতিপক্ষের উপর আমাদের চাপ প্রয়োগ করেতে হবে। সাকিবের জন্য সত্যি ভালো লাগছে, সে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়