ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকে নতুন নির্বাহী পরিচালক হুমায়ুন কবির

নাসির || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ৬ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ ব্যাংকে নতুন নির্বাহী পরিচালক হুমায়ুন কবির

অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসে কর্মরত মহাব্যবস্থাপক মো.  হুমায়ুন কবিরকে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

 

 

সোমবার ব্যাংকের এক নির্দেশে তাকে পদোন্নতি প্রদানপূর্বক বাংলাদেশ ব্যাংকের বগুড়া অফিসে বহাল করা হয়েছে বলে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

হুমায়ুন কবির ১৯৮৮ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগদান করেন। প্রায় ২৮ বছরের কর্ম জীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, কৃষি ঋণ বিভাগ, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, ব্যাংক পরিদর্শন বিভাগ এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগের মতিঝিল ও বরিশাল শাখা অফিসে দায়িত্ব পালন করেন।

 

মহাব্যবস্থাপক পদে থাকাকালীন তিনি ডেপুটেশনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) অনুষদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/০৬ ডিসেম্বের ২০১৬/নাসির/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়