ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ক্যাপিটাল মার্কেট এক্সপো ১ ডিসেম্বর শুরু

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ২৮ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্যাপিটাল মার্কেট এক্সপো ১ ডিসেম্বর শুরু

নিজস্ব প্রতিবেদক : আগামী ১ ডিসেম্বর রাজধানী ঢাকার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইডিইবি ভবন) শুরু হচ্ছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো ২০১৬। দ্বিতীয় বারের মত শুরু হচ্ছে এই এক্সপো এবং চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত।

 

সোমবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান। এক্সপোর দুই পার্টনার প্রতিষ্ঠানের কর্ণধার ডিএসই ব্রোকার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আহমেদ রশীদ লালী ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স আসোসিয়েশনের সভাপতি ছায়েদুর রহমান এ সময উপস্থিত ছিলেন।

 

জিয়াউর রহমান জানান, এক্সপো উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. এম মসিউর রহমান।

 

এক্সপো উপলেক্ষ্য আগামী ৩০ নভেম্বর সকাল ১১টায় মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। যেটি বিএসইসি অফিসের সামনে দিয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সিডিবিএলসহ ৪৪টি প্রতিষ্ঠান এবার এক্সপোতে অংশ নিচ্ছে।

 

জিয়াউর রহমান বলেন, ‘এক্সপো সকাল সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে। প্রবেশের জন্য কোনো টিকিট লাগবে না। বরং ফ্রি প্রবেশ কূপনের র‍্যাফেল ড্রতে থাকবে মূল্যবান সব পুরস্কার। এক্সপোর প্রথম পুরস্কার রানার অটোমোবাইলসের সৌজন্যে একটি ১২৫ সিসি মোটরসাইকেল, মডেল রানার টারবো ১২৫। অর্থসূচক প্রকাশনের সৌজন্যে থাকবে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটের একটি বিমান টিকিট। থাকবে গ্লোবাল ব্র্যান্ডের সৌজন্যে প্রতিদিন ৩টি করে মোট ৯টি আসুস মোবাইল ফোন। হিল টাওয়ার হোটেলে সঙ্গীসহ দুই রাত থাকার কূপন প্রতিদিন ৫টি করে মোট ১৫টি।

 

এবার এক্সপোতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর জন্যেও র‍্যাফেল ড্রতে পুরস্কার থাকছে। পাঁচ তারকা হোটেল দ্যা কক্স টুডে দিচ্ছে কক্সবাজারে তাদের হোটেলে সঙ্গীসহ দুই রাত থাকার কূপন। প্রতিদিন ৩টি করে মোট ৯টি কূপন থাকবে লটারিতে।

 

এক্সপোর স্পন্সর হিসেবে রয়েছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং শাহজীবাজার পাওয়ার লিমিটেড।

 

এবার এক্সপোর কো-পার্টনারদের মধ্যে আছে বাংলাদেশ অর্থনীতি সমিতি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম), ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অব বাংলাদেশ (আইসিএমএবি), ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, বাংলাদেশ (আইসিএবি) এবং ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)।

 

পার্টনারদের মধ্যে রয়েছে, আইটি পার্টনার আমরা নেটওয়ার্কস, হোটেল পার্টনার হোটেল দ্যা কক্স টুডে, হোটেল হিল টাওয়ার।

 

অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান এই এক্সপো আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে বলেন, ‘২০১০ সালের ধসের পর থেকে পুঁজিবাজার একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এমনিতেই পুঁজিবাজার সম্পর্কে দেশের বেশিরভাগ মানুষের কোনো স্পষ্ট ধারণা নেই, যতটুকুই আছে তার বড় অংশই নেতিবাচক। বিশেষ করে ধসের পর থেকে বাজার সম্পর্কে যত আলোচনা হচ্ছে, তার বেশিরভাগই অযৌক্তিক ও অবাস্তব। অর্থনীতিতে পুঁজিবাজারের অবদান বাড়াতে হলে এই নেতিবাচক ধরণা থেকে বের হয়ে আসতে হবে।

 

তিনি বলেন, ‘এই বাস্তবতা থেকে পুঁজিবাজারের নতুন ব্র্যান্ডিং এবং এই বাজার সম্পর্কে সচেতনতা তৈরি করার লক্ষ্যে গত বছর অর্থসূচক প্রথমবারের মতো ক্যাপিটাল মার্কেট এক্সপোর আয়োজন করে। এক্সপো উপলক্ষ্যে ব্রোকার হাউজ, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ক্রেডিট রেটিং এজেন্সি, তালিকাভুক্ত কোম্পানি ও পুঁজিবাজারের বিভিন্ন স্টেকহোল্ডার এক ছাতার নিচে সমবেত হয়। এতে ব্যাপক সাড়া পাওয়া যায়। তারই আলোকে এবছর দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপোর আয়োজন করা হয়েছে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ নভেম্বর ২০১৬/আরিফ সাওন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়