ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হুয়াউয়ের নতুন স্মার্টফোনে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ সুবিধা

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ১২ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হুয়াউয়ের নতুন স্মার্টফোনে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ সুবিধা

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : খ্যাতনামা স্মার্টফোন ব্র্যান্ড হুয়াউয়ে সম্প্রতি ‘এনজয় ৫’ মডেলের নতুন একটি স্মার্টফোন উন্মোচন করেছে। নতুন মডেলের এই হুয়াউয়ে স্মার্টফোনটি দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ সুবিধা দেবে ব্যবহারকারীদের, ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে এতে।

 

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ফোরজি প্রযুক্তি সমর্থিত হুয়াউয়ে এনজয় ৫ স্মার্টফোনটির অন্যান্য আকর্ষণীয় ফিচারের মধ্যে রয়েছে আইপিএস প্রযুক্তির ৫ ইঞ্চি স্ক্রিনের এইচডি ডিসপ্লে, ১.৩ গিগাহার্জ কোয়াড কোর মিডিয়াটেক (এমটি৬৭৩৫) প্রসেসর, ৩ জিবি র‌্যাম, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৬৪ জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট, ১৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১ অপারেটিং সিস্টেম, ডুয়াল সিম সাপোর্ট সহ প্রভৃতি ফিচার।

 

১৬ অক্টোবর থেকে এই স্মার্টফোনটি চীনের বাজারে পাওয়া যাবে। মূল্য ধরা হয়েছে ৯৯৯ চাইনিজ ইয়ান। তবে অন্যান্য দেশের বাজারে স্মার্টফোনটি কবে নাগাদ পাওয়া যাবে, সে ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি হুয়াউয়ে কর্তৃপক্ষ।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ অক্টোবর ২০১৫/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়