ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ধানসিঁড়ি রেস্তোরাঁকে লাখ টাকা জরিমানা

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ২৯ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ধানসিঁড়ি রেস্তোরাঁকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : গুলশান-২ এর ধানসিঁড়ি রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

 

রেস্তোরাঁটির অস্বাস্থ্যকর রান্নাঘর, ট্রেডমার্কবিহীন পণ্য বিক্রি এবং কর্মীদের স্বাস্থ্যসনদ না থাকায় এ জরিমানা করা হয়।

 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. মঞ্জুর-ই-মওলা এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, এতে নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর অধীনে রেস্তোরাঁটির বিরুদ্ধে একটি মামলাও করা হয়।

 

তিনি আরো জানান, এছাড়াও মালিক পক্ষ/কর্তৃপক্ষের কেউ উপস্থিত না থাকায় একই এলাকায় অবস্থিত ‘কাপপা কফি’ রেস্তোরাঁ সিলগালা করা হয়। এ সময় রেস্তোরাঁর ম্যানেজার পালিয়ে যান। অভিযানকালে রেস্তোরাঁটিতে একই ফ্রিজারে বিভিন্ন প্রকারের খাদ্যদ্রব্য রাখতে এবং লেবেলে উল্লিখিত সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি করতে দেখা যায়। যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ নভেম্বর ২০১৬/আরিফ সাওন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়