ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

১০ মেডিক্যালকে ১০ কোটি টাকা জরিমানার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মেহেদী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ১১ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১০ মেডিক্যালকে ১০ কোটি টাকা জরিমানার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে শিক্ষার্থী ভর্তি করায় ১০ বেসরকারি মেডিক্যাল কলেজের প্রত্যেককে ১ কোটি টাকা করে জরিমানা করে আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে।

বুধবার  সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে ৩৭ পৃষ্ঠার  পূর্ণাঙ্গ এ রায় প্রকাশ করা হয়।

জরিমানাকৃত এই ১০ বেসরকারি মেডিক্যাল কলেজ হলো- শমরিতা মেডিক্যাল কলেজ, সিটি মেডিক্যাল কলেজ, নাইটিঙ্গেল মেডিক্যাল কলেজ, জয়নুল হক শিকদার মেডিক্যাল কলেজ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ, ইস্ট-ওয়েস্ট মেডিক্যাল কলেজ, তাইরুন নেছা মেডিক্যাল কলেজ, আইচি মেডিক্যাল কলেজ, কেয়ার মেডিক্যাল কলেজ ও আশিয়ান মেডিক্যাল কলেজ।

এর আগে গত বছরের ২১ আগস্ট ভর্তি পরীক্ষার নম্বরের শর্ত পূরণ না হওয়ার পরও ১৫৩ শিক্ষার্থীকে ভর্তি করায় দশ বেসরকারি মেডিক্যাল কলেজকে এক কোটি টাকা করে জরিমানা করেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ে ১০ দিনের মধ্যে ১০ মেডিক্যাল কলেজকে টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়।

রায়ে বলা হয়, ধার্যকৃত টাকার অর্ধেক পাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাকি অর্ধেক যাবে কিডনি ফাউন্ডেশন ও লিভার ফাউন্ডেশনে।



রাইজিংবিডি/ঢাকা/১১ জানুয়ারি ২০১৭/মেহেদী/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়