ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এমন লজ্জায় আগে কখনোই পড়েনি দক্ষিণ আফ্রিকা!

পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪১, ২৬ নভেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এমন লজ্জায় আগে কখনোই পড়েনি দক্ষিণ আফ্রিকা!

দক্ষিণ আফ্রিকার ব্যাটিং স্তম্ভ ডি ভিলিয়ার্স ডাক মেরে সাজঘরে ফিরছেন

ক্রীড়া ডেস্ক : নাগপুর টেস্টেও ভারতীয় স্পিনে কাবু দক্ষিণ আফ্রিকা। মাত্র ১২ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিল প্রোটিয়ারা! যা তাদের ‘বিব্রতকর’ এক রেকর্ডও। নিজেদের টেস্ট ইতিহাসে এত কম রানে প্রথম ৫ উইকেট আগে কখনোই হারায়নি দক্ষিণ আফ্রিকা!

 

এর আগে টেস্টে সবচেয়ে কম ১৪ রানে প্রথম ৫ উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তাও আবার এখন থেকে ১১৩ বছর আগে, ১৯০২ সালে কেপ টাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

 

শুরুর ধাক্কাটা আর সামলে উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ৭৯ রানেই গুটিয়ে গেছে তাদের ইনিংস। ফলে প্রথম ইনিংসে ১৩৬ রানের লিড পেয়েছে ভারত।

 

দশ উইকেটই গেছে ভারতীয় স্পিনারদের দখলে। পাঁচ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ৪টি রবীন্দ্র জাদেজা। বাকি উইকেটটি অমিত মিশ্রর। 

 

প্রথম দিনে প্রথম ইনিংসে ভারতকে ২১৫ রানে অলআউট করে দিয়ে ১১ রানেই ২ উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা।

 

ডিন এলগার ৭ ও হাশিম আমলা শুন্য রান নিয়ে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। তবে দিনের পঞ্চম বলেই এলগারকে (৭) বোল্ড করেন রবিচন্দ্রন অশ্বিন।

 

নিজের পরের ওভারে এসে আমলাকেও (১) সাজঘরের পথ দেখান অশ্বিন। ইনিংসের পরের ওভারে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং স্তম্ভ এবি ডি ভিলিয়ার্স রানের খাতা খোলার আগেই জাদেজাকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন। ফলে ১২ রানেই ৫ উইকেট হারিয়ে লজ্জার রেকর্ড গড়ে সফরকারীরা।

 

এরপর দলীয় ৩৬ রানে ফাফ ডু প্লেসিসকেও (১০) বিদায় করেন জাদেজা। ৩৬ রানেই ৬ উইকেট হারানোর পর জেপি ডুমিনি ডিন ভিলাসকে সঙ্গে নিয়ে দলকে পথ দেখানোর চেষ্টা করেন। তবে দলীয় ৪৭ রানে জাদেজার বলে বোল্ড হয়ে যান ভিলাস (১)।

 

শেষ পর্যন্ত ডুমিনির ৩৫ ও সিমন হার্মারের ১৩ রানের সুবাদে ৩৩.১ ওভারে ৭৯ রানেই থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। মরনে মরকেলকে ফিরিয়ে সফরকারীদের ইনিংসের ইতি টেনে দেওয়ার পাশাপাশি নিজের পঞ্চম উইকেট নেন অশ্বিন।

 

৩২ রানে ৫ উইকেট নেন অশ্বিন। ৩৩ রানে ৪ উইকেট জাদেজা। আর ৯ রানে ১ উইকেট নেন মিশ্র। 


 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ নভেম্বর ২০১৫/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়