ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘এসডিজি বাস্তবায়নের আগে দারিদ্র্য দূর করতে হবে’

‌আসাদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৫, ৭ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘এসডিজি বাস্তবায়নের আগে দারিদ্র্য দূর করতে হবে’

নিজস্ব প্রতিবেদক : পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন করতে হলে সবার আগে দারিদ্র্য দূর করতে হবে।

 

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ উন্নয়ন পরিষদ আয়োজিত টেকসই উন্নয়ন লক্ষ্য-৫ (এসডিজি-৫) এর আওতায় নারী পুরুষ সমতা অর্জনে বাংলাদেশের অবস্থান ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।


ড. কাজী খলীকুজ্জমান বলেন, দারিদ্র্য, ক্ষুধা ও বৈষম্য-এ তিন সমস্যা দূর করলে সবকিছুর সমাধান হয়ে যাবে। কারণ এসব সমস্যার মধ্যেই সবকিছু চলে আসে। এক্ষেত্রে কোনো নির্দিষ্ট গোষ্ঠী নয়, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণে কাউকে বাদ দেওয়া যাবে না। সবাইকেই অন্তর্ভুক্ত করতে হবে।


তিনি আরো বলেন, এসডিজির সক্ষমতা অর্জন করতে হলে শিক্ষা, চিকিৎসা, খাদ্য অর্থ নিশ্চিত করতে হবে। এসডিজি বাস্তবায়নের শর্তই হলো নারী-পুরুষের সমতা অর্জন।


তিনি বলেন, সব মানুষই মানুষ। সবারই মানবাধিকার আছে। তাই সবারই সমতা প্রতিষ্ঠা করতে হবে। এসডিজির লক্ষ্য হচ্ছে ১৭টি, আর পূরণের সূচক হচ্ছে ২২৫টির মতো।


বক্তারা বলেন, ‘নারীদের এবং দেশের স্বার্থে এসডিজি বাস্তবায়ন করতে হলে প্রথমে কী সমস্যা আছে সেগুলো চিহ্নিত করে করতে হবে।


এ সময় বাংলাদেশ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এম এ জলিল, বিআইডিএসের সাবেক সিনিয়র রিসার্চ ফেলো ড. প্রতিমা পাল মজুমদার, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. নিলুফার বানু, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন বোর্ড মেম্বার অধ্যাপক হান্নার বেগম বক্তব্য রাখেন।

 

 

রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/৭ ডি‌সেম্বর ২০১৬/‌আসাদ/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়