ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

১২ হাজার ফুট ওপরে বাঘ

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০১, ৩০ জুলাই ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১২ হাজার ফুট ওপরে বাঘ

আন্তর্জাতিক ডেস্ক : সমতল থেকে ১২ হাজার ফুট উচ্চতার পাহাড়ি বনাঞ্চলে দেখা গেল বাঘের অবাধ বিচরণ।

 

ভারতের কোথাও এত উঁচুতে বাঘ থাকতে পারে, এত দিন তা ভাবনার বাইরে ছিল। কিন্তু ক্যামেরায় ধরা পড়া বাঘটির ছবি বন্যপশুবিষয়ক বিজ্ঞানীদের কাছে রীতিমতো বিস্ময়ের।

 

ভারতের হিমালয়ঘেঁষা রাজ্য উত্তরাখন্ডের পিথোরাগড় জেলার আসকোট এলাকার একটি পাহাড়ি বনে পাওয়া গেছে বিগ ক্যাট বা বাঘ। ভারতে এত উঁচুতে আর কোথাও বাঘ পাওয়া যায় না।

 

ভারত সরকারের বন্যপশুবিষয়ক ইনস্টিটিউটের বিজ্ঞানী বিলাল হাবিব জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের অংশ হিসেবে উত্তরাখন্ডের উঁচু অঞ্চলে ছবি তোলার কাজে নেতৃত্ব দিচ্ছেন। এ বিজ্ঞানীর দাবি, তুষারপ্রবণ এ অঞ্চলে চিতাবাঘের অবাধ চরাচর। কিন্তু এখানে বাঘের অস্তিত্ব আছে, এর প্রমাণ ছিল না।

 

বিলাল হাবিব বলেন, ‘কিছু পুরোনো ব্রিটিশ সাহিত্যে বলা আছে পাহাড়ের ঢালাঞ্চলে বাঘ আছে। কিন্তু এর সপক্ষে বৈজ্ঞানিক বা ফটোগ্রাফিক কোনো প্রামণ ছিল না।’ বিশ্বে সবচেয়ে উঁচুতে বাঘের বিচরণ আছে ভুটানে, যা সমুদ্রসমতল থেকে ১৩ হাজার ফুট উঁচ্চতায়।

 

ভারতের প্রধান বনসংরক্ষক ডিভিএস খাটি জানিয়েছেন, উত্তরাখন্ডে ৩ হাজার থেকে ৪ হাজার ফুট উঁচুতে বাঘ দেখা গেছে। তবে এ বছরের শুরুতে ১২ হাজার ফুট উঁচুতে ক্যামেরায় বাঘ ধরা পড়ে বাঘ। 

 

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ জুলাই ২০১৬/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়