ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

১৬ নারী-পুুরুষকে ফেরত দিয়েছে বিএসএফ

এম এ রহিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৫৯, ৯ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৬ নারী-পুুরুষকে ফেরত দিয়েছে বিএসএফ

যশোর জেলার মানচিত্র

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল-পুটখালী সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক ১৬ বাংলাদেশি নারী-পুরুষকে ফেরত দিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে বিজিবি।

 

পুটখালী বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার ফরিদ উদ্দীন জানান, আটককৃতরা সীমান্ত পথে ভারতে যায়। এ সময় পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল সীমান্তের বিএসএফ সদস্যরা তাদের আটক করে। পরে তাদের ভারতীয় পুলিশে সোপর্দ না করে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

 

এরা হলেন- নড়াইলের সাইফুল ইসলামের ছেলে বুলবুল (২০), মোসলেম শেখের ছেলে জাহেদ শেখ (২৩), আনোয়ারের ছেলে সাব্বির হোসেন (২৩), মাদারীপুরের মালেক শেখের ছেলে মামুন শেখ (২২), রাজু শেখ (৪২), কুমিল্লার মমিনুল হক (৪৩), বাগেরহাটের মান্নানের ছেলে আতিকুর রহমান (২৪), সোহাগের স্ত্রী মারুফা আক্তার (২০), আওয়াল গাজী (৬৪), আওয়ালের স্ত্রী আছিয়া বেগম (৫০), মেয়ে রেশমা আক্তার (১৮), বাহার শেখের স্ত্রী খাদিজা বেগম (২৫), ছেলে শামিম (৩), ফরিদপুরের মালেক খাঁর স্ত্রী আমেনা বেগম (৪০), ভোলার আল মামুনের স্ত্রী জামিনা বেগম (২৮) ও টাঙ্গইলের আব্দুল জলিল (৫৪)।

 

বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, ফেরত আসা বাংলাদেশি নারী-পুরুষদের শুক্রবার যশোর আদালতে পাঠানো হবে।


 

রাইজিংবিডি/বেনাপোল/৯ অক্টোবর ২০১৫/এম এ রহিম/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়