ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

একমি ল্যাবের ক্যাটাগরি পরিবর্তন : মার্জিন সুবিধা বন্ধ

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৮, ১২ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
একমি ল্যাবের ক্যাটাগরি পরিবর্তন : মার্জিন সুবিধা বন্ধ

অর্থনৈতিক প্রতিবেদক : ক্যাটাগরি পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি একমি ল্যাবেটরিজ লিমিটেড।

 

এদিকে এ কোম্পানির শেয়ার ক্রয়ের জন্য আগামী এক মাসে কোনো ধরনের মার্জিন ঋণ সুবিধা পাবেন না বিনিয়োগকারীরা।

 

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সূত্র মতে, ৩০ জুন, ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে একমি ল্যাবেটরিজ। এর ফলে ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে কোম্পানিটি। আর ‘এ’ ক্যাটাগরির অধীনে আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে এ কোম্পানির শেয়ার লেনদেন।

 

এদিকে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক জারিকৃত Directive no, SEC/CMRRCD/2009-193/177 এবং বিএসইরির আদেশ নং এসইসি/সিএমআরআরসিডি/২০০৯–১৯৩/১৭৮ তারিখ : ২৭/১০/২০০০৯ অনুযায়ী স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো সিকিউরিটির ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তিত ক্যাটাগরিতে উক্ত সিকিউরিটি ক্রয়ের জন্য মার্জিন ঋণ প্রদানে নিষেধাজ্ঞা জানিয়েছে। ক্যাটাগরি পরিবর্তনের প্রথম ৩০ দিন এই ঋণ দেওয়া যাবে না।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ ডিসেম্বর ২০১৬/আশিক/হাসান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়