ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

২০ বছর পর গডফাদার গ্রেপ্তার

শাহেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৩, ২৭ জুন ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২০ বছর পর গডফাদার গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় ২০ বছর ইতালির মাফিয়া জগতের মোস্ট ওয়ান্টেড গডফাদারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। আর্নেস্তো ফাজালারিকে (৪৬) ঘুমন্ত অবস্থায় ইতালির দক্ষিণের এলাকা ক্যালাব্রিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।

 

ইতালির সবচেয়ে শক্তিশালী মাফিয়া গ্যাংয়ের নাম ‘এনদ্রাংঘেতা’। এই গ্রুপটি ইউরোপের অধিকাংশ এলাকায় কোকেন ব্যবসা নিয়ন্ত্রণ করে। এই গ্যাংয়ের শীর্ষস্থানীয়দের মধ্যে আর্নেস্তো ফাজালারি একজন। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও মাফিয়াদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ১৯৯৬ সাল থেকে সে পলাতক রয়েছে। বিভিন্ন মামলায় তার অনুপস্থিতিতেই ১৯৯৯ সালে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেওয়া হয়েছিল।

 

পুলিশ জানিয়েছে, এক নারী সঙ্গিনীর সঙ্গে ঘুমন্ত অবস্থায় ফাজালারিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই সময় সে পুলিশকে কোনো ধরনের বাধা দেয়নি।

 

ফাজালারিকে গ্রেপ্তারের পর সরকারের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি এক টুইটার বার্তায় বলেছেন, ‘বিচারক ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ।’

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুন ২০১৬/শাহেদ/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়