ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

২০১৯ বিশ্বকাপ পর্যন্ত লঙ্কানদের দায়িত্বে ম্যাথুস

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০১, ২০ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২০১৯ বিশ্বকাপ পর্যন্ত লঙ্কানদের দায়িত্বে ম্যাথুস

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে শ্রীলঙ্কা। দলের এমন বাজে পারফরম্যান্সের পর সমালোচনা চলছে লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের অধিনায়কত্ব নিয়ে।

সমালোচনা হলেও ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন অ্যাঞ্জেলো ম্যাথুস। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সভাপতি থিলাঙ্গা সুমাথিপালার ঘোষণার পর আগামী বিশ্বকাপ পর্যন্ত তার অধিনায়ক হিসেবে থাকাটা অনেকটাই নিশ্চিত।

বুধবার এক সংবাদ সম্মেলনে এসএলসি সভাপাতি সুমাথিপালা জানান, ‘ম্যাথুস দলের দায়িত্ব অনুধাবন করতে পারে। দলের পুর্ণগঠনের জন্য তার কাজ করা দরকার। আমরা আশা করছি টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার পিচ আমাদের খেলোয়াড়দের কাছে পরিচিত হবে।’

টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার হারের জন্য দলীয় অধিনায়ককে দায়ী করতে চান না লঙ্কান ক্রিকেটের প্রধান নির্বাচক সনাৎ জয়সুরিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ ম্যাথুসকে দোষ দেওয়া এবং তাকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার এটা সঠিক সময় নয়। এখন তার নেতৃত্বে আমাদের ঘুরে দাড়ানোর সময়। একজন প্রাক্তন অধিনায়ক হিসেবে আমি জানি এ ধরণের অভিযোগ ম্যাথুসের উপর কি ধরণের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে চলমান এ সিরিজটিতে। আমাদের  উচিত তাকে সহায়তা করা এবং ভুলগুলো চিহ্নিত করে টি-টোয়েন্টি এবং ওয়ানডের জন্য আত্মবিশ্বাস নিয়ে প্রস্তুত হওয়া।’

 

রাইজিংবিডি/ঢাকা/২০ জানুয়ারি ২০১৭/শামীম/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়