ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

২০২০ সালের মধ্যে গড় আয়ু হবে ৭২ বছর

হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৩, ২ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২০২০ সালের মধ্যে গড় আয়ু হবে ৭২ বছর

অর্থনৈতিক প্রতিবেদক : ২০২০ সালের মধ্যে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭২ বছরে নিয়ে যেতে চায় সরকার। বর্তমানে গড় আয়ু ৭০ বছর এক মাস। এজন্য স্বাস্থ্য খাতের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অগ্রগতির উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার খাতভিত্তিক পরামর্শ সভায় এ লক্ষ্যের বিষয়টি তুলে ধরা হয়েছে।

 

আলোচনায় বলা হয়, আগামী ২০২০ সালের মধ্যে পরিকল্পনা বাস্তবায়নকালে দেশের জনসংখ্যা বর্তমানের ১৬ কোটি থেকে বেড়ে ১৮-২০ কোটি হবে। এ বিষয় মাথায় রেখে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বিভিন্ন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে পরামর্শসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 



 

 

রাইজিংবিডি/ঢাকা/২ জুলাই ২০১৫/হাসান/রফিক/কমল কর্মকার

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়