ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

২২ বছর পর একই মঞ্চে সুস্মিতা

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৬, ২২ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২২ বছর পর একই মঞ্চে সুস্মিতা

সুস্মিতা সেন

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। ১৯৯৪ সালে মিস ইউনিভার্স খেতাব জয়ী হন তিনি। তারপর কেটে গেছে দীর্ঘ ২২ বছর।

এই দীর্ঘ বিরতির পর এবার একই মঞ্চে হাজির হতে যাচ্ছেন সুস্মিতা। তবে এবার প্রতিযোগী হিসেবে নন, বিচারকের আসন অলংকৃত করবেন তিনি। সুস্মিতা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ তথ্য জানান।

এ সময় তিনি একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেন, ‘আমি খুবই অ্যাকসাইটেড। দীর্ঘ ২২ বছর পর নিজের ঘরে ফেরার জন্য উন্মুখ হয়ে আছি। ১৯৯৪ সালে ফিলিপাইনের ম্যানিলায় বসেছিল সেই আসর, যেখানে আমি জয়ী হয়েছিলাম। জীবন একটি পূর্ণ বৃত্ত। এবার সেই আসরেই ফিরে যাচ্ছি, তবে বিচারক হিসেবে।’

আগামী ৩০ জানুয়ারি ফিলিপাইনের ম্যানিলায় বসতে যাচ্ছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৬৫তম আসর। আর এ আসরে বিচারকের চেয়ারে দেখা যাবে তাকে। এবার ভারতের প্রতিনিধিত্ব করছেন রশ্মিতা হারমূর্তি।



রাইজিংবিডি/ঢাকা/২২ জানুয়ারি ২০১৭/শান্ত/ এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়