ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

সোনা আবৃত নতুন স্মার্টফোন

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ৩০ নভেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সোনা আবৃত নতুন স্মার্টফোন

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : শৌখিনদের কাছে বরাবরই জনপ্রিয়, স্বর্ণ বা হীরক খচিত স্মার্টফোন। এ কারণে স্মার্টফোনের বাজারে বেশ কয়েক বছর ধরেই নির্মিত হচ্ছে আইফোন বা ব্ল্যাকবেরির স্বর্ণ ও হীরক খচিত স্মার্টফোন।

 

তারই ধারাবাহিকতায় এবার বাজারে আসছে ব্ল্যাকবেরির আলোচিত স্মার্টফোন ‘প্রিভ’ এর গোল্ড প্লেটেড সংস্করণ। ব্ল্যাকবেরির প্রিভ মডেলের স্মার্টফোনটি সংস্থাটির প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন, যা সাম্প্রতিক সময়ে বাজারে এসেছে।

 

শৌখিন ব্যক্তিদের জন্য ২৪ ক্যারেট গোল্ড দিয়ে তৈরি করা হয়েছে ‘প্রিভ’ স্মার্টফোনটির গোল্ড প্লেটেড সংস্করণ। আগামী ৫ ডিসেম্বর থেকে এটি ভিয়েতনামের বাজারে উন্মুক্ত করা যাবে। গোল্ডেন সংস্করণটি তৈরি করেছে ভিয়েতনামের প্রতিষ্ঠান ক্যারালাক্স। 

 

ভিয়েতনামে ব্ল্যাকবেরি প্রিভ ব্যবহারকারীরা তাদের প্রিভ স্মার্টফোনটি ২৪ ক্যারেট গোল্ড দিয়ে পেতে চাইলে খরচ করতে হবে ভিএনডি ৮ মিলিয়ন, মার্কিন মুদ্রায় ৩৫০ ডলার। তবে ভিয়েতনামের বাইরের কেউ এই স্মার্টফোনটি পেতে চাইলে খরচ করতে হবে ১৫০০ ডলার এবং সঙ্গে আনুষাঙ্গিক খরচ।

 

তথ্যসূত্র: জিএসএম অ্যারিনা

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ নভেম্বর ২০১৫/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়