ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘স্বপ্ন ছিল খুলনায় একটা বাড়ি থাকবে’ (ভিডিও)

শামীম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৪, ৬ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘স্বপ্ন ছিল খুলনায় একটা বাড়ি থাকবে’ (ভিডিও)

মেহেদী হাসান মিরাজ

শামীম পাটোয়ারী : সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সিরিজে রেকর্ড গড়েছেনমেহেদেী হাসান মিরাজ। ওয়ালটন গ্রুপের ইয়্যুথ অ্যাম্বাসেডর তিনি। দেশের হয়ে অভাবনীয় সাফল্যের পররোববার ওয়ালটনের সংবর্ধনা অনুষ্ঠানে নিজের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্য পরিকল্পনা নিয়ে কথা বলেছেন মিরাজ।

 

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকই চমক উপহার দিয়েছেন মিরাজ।নিজের সেরাটা দিয়ে ভক্তদেরে প্রত্যাশার প্রতিদান দিয়েছেন তিনি। ইংল্যান্ড সিরিজটা কেমন উপভোগ করলেন জানতে চাইলে মিরাজ বলেন, ‘বুঝতেই পারছেন, ইংল্যান্ড সিরিজটা আসলে স্বপ্নের মতোই হয়েছে।নিজেও চিন্তা করতে পারিনি যে এতোটা ভালো হবে। আল্লাহর রহমত এবং সবার দোয়া ছিল। তবে আমি মনে করি এটা আমার পরিশ্রমের ফল পেয়েছি। এটা এখানে শেষ করলে হবে না। আমাকে অনেক দূর যেতে হবে। সবেমাত্রপথচলা শুরু। এখান থেকে আমার ধারাবাহিতা ধরে রাখতে হবে।’

 

ইংল্যান্ডের পর নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্নসিরিজে নিজের  প্রত্যাশা নিয়ে মিরাজের বক্তব্য, ‘নিউজিল্যান্ডে আমার প্রত্যাশা হচ্ছে শুরুতে কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। ইনশাল্লাহ আমরা ১০ই ডিসেম্বর অস্ট্রেলিয়া যাব। সেখানে ১০ দিনের একটা ক্যাম্প করব। ওই সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।কেননা নিউজিল্যান্ডের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে এটা আমাদের খুবই কাজে দেবে। ওই দুই দেশের আবহাওয়া প্রায় এক হওয়ায় এটা আমাদের মানিয়ে নিতে সাহায্য করবে।’

 

নিউজিল্যান্ডের উইকেট নিয়ে মিরাজ বলেন, ‘সেখানকার উইকেট আমাদের মতো স্পিন বান্ধব না। এখানে আমি অনেকটাই সাহায্য পেয়েছি।তারপরও নিউজিল্যান্ডে যতটা সম্ভব নিজেকে মানিয়ে ভালো পারফর্ম করা যায়।আর সেটাই অস্ট্রেলিয়া থেকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব।’

 

ওয়ালটনের ইয়্যুথ অ্যাম্বাসেডর মিরাজ। ইয়্যুথ এইজ থেকেই তাকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করে আসছে প্রতিষ্ঠানটি। এ অবদান স্বীকার করে মিরাজ বলেন, ‘অনূর্ধ্ব-১৯ দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ করে এসেই আমি ওয়ালটনের সঙ্গে যুক্ত হই। তখন থেকেই আমি ওয়ালটনকে নিজের পরিবারের মতো মনে করি। বাবা-মা আত্মীয় স্বজনের মতো ওয়ালটনও আমার পরিবারের মধ্যে পড়ে। ইনশাআল্লাহ আমি দুই বছর ওয়ালটনের সঙ্গে কাজ করব।’

 

 

ওয়ালটনের কল্যাণে হাইলাইটস হওয়া নিয়ে মিরাজ বলেন, ‘ অনূর্ধ্ব-১৯ থেকে আমাকে কেউ সেভাবে চিনতো না। ওয়ালটনের মতো একটি প্রতিষ্ঠান তখন থেকে আমার সঙ্গে থাকায় আমি নিজেকে গর্বিত মনে করছি। এখন আমাকে মেহেদী হাসান মিরাজ নামে সবাই এক নামে জানে। আমার উত্থানের সময়টাতে ওয়ালটন মানুষিক ও আর্থিকভাবে আমাকে সহায়তা করেছে। একজন মানুষের বড় হয়ে উঠার জন্য অনেক কিছুই প্রয়োজন হয়। তারা আমাকে যে ব্যাকআপটা দিয়েছে এটা আমার লাইফে অনেক বড় একটা পাওয়া। আমার পাশে থাকার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি ওয়ালটনের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। টেস্ট অভিষেকের আগেও ওয়ালটন পরিবারের উর্ধ্বতন কর্মকর্তারা আমাকে চাপমুক্ত থেকে পারফর্ম করার কথা জানিয়েছেন। আমি তখন থেকে ভালো করার অনুপ্রেরণা পেয়েছিলাম। আমার বিশ্বাস ছিল দেশের হয়ে ভালো পারফর্ম করতে পারলে আমার সঙ্গে এবং আমার পরিবার ওয়ালটনও আলোকিত হতে পারবে।’

 

টেস্টে আলো ছড়ানোর পর বর্তমান অবস্থা নিয়ে মিরাজ বলেন, ‘আজকে আমার ভালো লাগছে যে মেহেদেী হাসান মিরাজকে সবাই এক নামে চেনে এবং সেই সঙ্গে তার পরিবার ওয়ালটনকেও সাবাই চেনে। শুরু থেকে এখনও ব্যাকআপ দিয়ে যাওয়ার জন্য আমি আবারও ওয়ালটনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

 

শুরুতেই এত ভালো করায় চ্যালেঞ্জ বেড়ে গেল কিনা জানতে চাইলে মিরাজের জবাব, ‘অবশ্যই চ্যালেঞ্জ বেড়েছে। যখন আপনার উপর মানুষের প্রত্যাশা বেড়ে যায় তখন চ্যালেঞ্জ বেড়ে যায়। ভক্তদের প্রত্যাশা অনুযায়ী আপনি কিছু না দিতে পারলে নিজের কাছেও খারাপ লাগবে।তবে নিজের সামার্থ্য অনুযায়ী আমি সেরাটা দেওয়ার চেষ্টা করব। এজন্য আমাকে অনেক কঠোর পরিশ্রম করতে হবে। এখনো এগিয়ে যাওয়ার জন্য অনেক পথ বাকি আছে। নিজের দেশ, পরিবার এবং ওয়ালটনকে আমি বিশ্বের বুকে হাইলাইট করতে চাই।’

 

প্রধানমন্ত্রীর কাছ থেকে বাড়ি উপহার নিয়ে মিরাজের বক্তব্য, ‘প্রধানমন্ত্রীর কাছ থেকে এত বড় একটা উপহার অবশ্যই ভালো লাগছে। আমি চিন্তাও করতে পারিনি যে তিনি আমাকে এত বড় একটা উপহার দেবেন। এর জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং ওনার কাছে আমি কৃতজ্ঞ।আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই তিনি আমাকে এত বড় একটা উপহার দিয়েছেন তা বলার মতো নয়। আমার একটা স্বপ্ন ছিল খুলনায় একটা বাড়ি থাকবে।মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে সেটা পূরণ হতে যাচ্ছে। সেই সঙ্গে আমাকে যাবতীয় সহযোগীতার জন্য ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনসহ অন্যদের ধন্যবাদ জানাতে চাই। এতো বড় অর্জনে আমার খুব ভালো লাগছে।’

 

আগামী বছরের লক্ষ্য নিয়ে মিরাজ বলেন, ‘লক্ষ্য একটাই ভালো পারফর্ম করতে হবে। ভালো পারফর্মের বিকল্প নেই। নিজেকে ভালো ভাবে তৈরি করতে হবে।’

 

ভিডিও :

 

 

রাইজিংবিডি/ঢাকা/৬ নভেম্বর ২০১৬/শামীম/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়