ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

২৯ আগস্ট থেকে বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ২০ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৯ আগস্ট থেকে বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ঈদ স্পেশাল সার্ভিস ২৯ আগস্ট থেকে শুরু হবে।

রোববার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্ভিসটি আগামী ২৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আগামী ২৩ আগস্ট ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর দ্বিতল বাস ডিপো এবং গাজীপুর বাস ডিপো, নারায়ণগঞ্জ বাস ডিপো ও গুলিস্তানের ফুলবাড়ীয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিআরটিসির অগ্রিম টিকেট বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

প্রতিবছরই ঈদ স্পেশাল সার্ভিস দেয় বিআরটিসি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।



রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৭/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়