ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

২৯১ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩২, ৫ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৯১ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা

ম্যাচের একটি দৃশ্য

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ২৯১ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ২৭৮ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২২৮ রান তুলেছে।

এর আগে ৯ উইকেট হারিয়ে ২০৯ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে পাকিস্তান। তৃতীয় দিন দলীয় সংগ্রহে আর ৬ রান যোগ করতেই অলআউট হয়ে যায় সফরকারীরা। ৬৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে লঙ্কানরা। অবশ্য শুরুটা ভালো হয়নি তাদের। ৩৫ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে তারা।

সেখান থেকে উপল থারাঙ্গা ও অ্যাঞ্জেলো ম্যাথুস মিলে দলীয় স্কোরকে টেনে নিতে থাকেন। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ২২৮ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কা। ম্যাথুস ৭৭ রানে ও দিনেশ চান্দিমাল ৩৯ রানে অপরাজিত আছেন। তারা চতুর্থ দিনে ব্যাট করতে নামবেন।

 

 


রাইজিংবিডি/ঢাকা/৫ জুলাই ২০১৫/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়