ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৩০ লাখ শহীদ মীমাংসিত বিষয় : ট্রাইব্যুনাল

মেহেদী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৪, ২ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩০ লাখ শহীদ মীমাংসিত বিষয় : ট্রাইব্যুনাল

অলংকরণ : অপূর্ব খন্দকার

নিজস্ব প্রতিবেদক : যুদ্ধাপরাধী আতাউর রহমান ননী ও মো. ওবায়দুল হক তাহেরের রায়ের পর্যবেক্ষণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছেন, ‘১৯৭১ সালে ৩০ লাখ শহীদ ও এক কোটি লোককে দেশত্যাগে বাধ্য করা হয়। এটি মীমাংসিত একটি বিষয়। তবে সাম্প্রতিক সময়ে এটি নিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে। এর সুযোগ নেই।’

 

মঙ্গলবার দুপুরে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণার সময় পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল এ মন্তব্য করেন।

 

ননী-তাহেরের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর প্রসিকিউটর জেয়াদ আল মালুম সাংবাদিকদের বলেন,  ‘ট্রাইব্যুনাল আজ রায় প্রদানকালে বলেছেন মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। এ রায়ের মধ্য দিয়ে শহীদ পরিবারের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। এ রায় শহীদ পরিবারের জন্য সান্ত্বনা। দীর্ঘ সময় পর হলেও ন্যায়বিচার পেয়েছে শহীদ পরিবার।’

 

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার রাজাকার মো. ওবায়দুল হক তাহের ও আতাউর রহমান ননীকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২ ফেব্রুয়ারি ২০১৬/মেহেদী/রুহুল/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়