ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

৪ মাস পর আশুগঞ্জ সার কারখানার উৎপাদন শুরু

সমীর চক্রবর্তী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৭, ২১ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৪ মাস পর আশুগঞ্জ সার কারখানার উৎপাদন শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: গ্যাস সঙ্কটের কারণে টানা চার মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন শুরু হয়েছে।

 

সোমবার সকাল থেকে সার উৎপাদন শুরু হয়।

 

আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম বিষয়টি নিশ্চিত করে জানান, সার কারখানায় গ্যাস সংযোগ দেওয়ার ফলে আজ সকাল থেকে উৎপাদন শুরু হয়েছে।

 

উল্লেখ্য, চলতি বছরের ১২ মে গ্যাস সঙ্কটের কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী আশুগঞ্জ সার কারখানার সার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এর ফলে প্রতিদিন প্রায় ১২শ’ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়। তবে গ্যাস সঙ্কট কেটে যাওয়ায় এবং সরকারি নির্দেশনা অনুযায়ী আজ সকাল থেকে উৎপাদনে ফিরেছে আশুগঞ্জ সার কারখানা।

 

 

 

রাইজিংবিডি/ব্রাহ্মণবাড়িয়া/২১ সেপ্টেম্বর ২০১৫/সমীর চক্রবর্তী/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়