ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৪০ ম্যাচ পর রিয়ালের হার

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২২, ১৫ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৪০ ম্যাচ পর রিয়ালের হার

ক্রীড়া ডেস্ক: আগের ম্যাচে বার্সেলোনার ৩৯ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটি নিজেদের করে নেয় রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদানের দল ৪০ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল।

কিন্তু এক ম্যাচ পরই বদলে গেল হিসাব! রোনালদো, রামোসরা অপরাজিত থাকার রেকর্ডটি বাড়াতে পারল না। রোববার রাতে রিয়াল মাদ্রিদের জয়রথ থামাল সেভিয়া। ২-১ গোলে জিতেছে সেভিয়া। ম্যাচের ‘খলনায়ক’ রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস। লা লিগায় তার প্রথম আত্মঘাতি গোলে সমতায় ফিরে সেভিয়া। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে জয় ছিনিয়ে নেয় সেভিয়া।

৬৭ মিনিটে লিড নেয় রিয়াল মাদ্রিদ। দানি কারবাহালকে ডি বক্সের ভিতরে গোল রক্ষক ফাউল করায় পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে গোলের একাধিক সুযোগ নষ্ট করলেও স্পটকিকে রিয়ালকে এগিয়ে নেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৮৫ মিনিট পর্যন্ত রিয়াল মাদ্রিদের হাতেই ছিল ম্যাচের নাটাই। কিন্তু এরপর হঠ্যাৎ হাওয়া বদল।

৮৫তম মিনিটে রামোস পাবলোর ফ্রি-কিক ফেরাতে গিয়ে ভুলে নিজেদের জালে বল পাঠান। সমতা ফেরানোর পর আক্রমণের ধার বাড়িয়ে দেয় সেভিয়া। নির্ধারিত সময়ের পর ফলও পায় স্বাগতিক দল। ৯১ মিনিটে ইয়োভেচিত ডি বক্সের অনেকটা বাইরে থেকে শট নেন। হাওয়ায় ভেসে বল জালে জড়ানোর সময় নাভাসের হাতের ছোঁয়া পায়। কিন্তু গোলরক্ষক জোরালো শট বাঁচাতে পারেননি।

১৭ ম্যাচে এটি রিয়াল মাদ্রিদের প্রথম হার। ১২টি জিতেছে জিদানের শিষ্যরা। ৪০ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। ১ ম্যাচ বেশি খেলে ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সেভিয়া। ৩৮ পয়েন্ট নিয়ে বার্সেলোনা রয়েছে তিনে।



রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৭/ইয়াসিন

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়