ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৬০০ কোটির প্রজেক্ট শেষে মোহনলালের বিদায়

আমিনুল ই শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ৮ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৬০০ কোটির প্রজেক্ট শেষে মোহনলালের বিদায়

মোহনলাল

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার মোহনলাল। গত তিন দশক ধরে দক্ষতার সাথে অভিনয় করে আসছেন এই অভিনেতা। দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা। এবার সিনেমা থেকে অবসর গ্রহণের ঘোষণা দিলেন এই অভিনেতা।

 

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী কয়েক বছরের মধ্যে মূল ধারার সিনেমা থেকে বিদায় নিবেন মোহনলাল।  রান্ডামোজান  সিনেমার কাজ শেষ করার পর অবসর যাবেন তিনি।  তার এই স্বপ্নের প্রজেক্টের বাজেট ৬০০ কোটি রুপি।  আগামী বছর থেকে এই সিনেমার কাজ শুরু হবে।  এম. টি. বাসুদেবান নায়ার  উপন্যাস অবলম্বনে নির্মিত হবে সিনেমাটি।

 

তিন দশকের অভিনয় ক্যারিয়ারে মোহনলাল ৩ শতাধিক মালায়লাম, হিন্দি, কন্নড়, তামিল ও তেলেগু সিনেমায় অভিনয় করেছেন। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ৫৬ বছর বয়সি এই অভিনেতা চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন।

 

 

গুণী এই অভিনেতা বর্তমানে তার পরবর্তী সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তার অভিনীত  মেজর মহাদেবন সিরিজের একটি অংশ এটি। এ সিনেমার নাম ‘১৯৭১- বিয়ন্ড বর্ডারস’।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ জানুয়ারি ২০১৭/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়