ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সোনা চোরাচালান মামলায় বিমানের ট্রাফিক হেলপার কারাগারে

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ৮ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সোনা চোরাচালান মামলায় বিমানের ট্রাফিক হেলপার কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে সোনা চোরাচালানে সহায়তা করার অভিযোগে দুদকের দায়ের করা মামলায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের এক ট্রাফিক হেলপারকে কারাগারে পাঠিয়েছে আদালত।

এ বিমানকর্মীর নাম এ কে এম নুরুদ্দিন। বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর জেলা ও দায়রা জজ মো. শাহে নূরের আদালতে নুরুদ্দিন আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে মঙ্গলবার একই মামলায় আত্মসমর্পণের পর চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আনিসুর রহমানকেও কারাগারে পাঠানোর আদেশ দেন একই আদালত।

আদালতের দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহাম্মেদ রাইজিংবিডিকে জানান, ২০১৩ সালের ১ নভেম্বর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর লাগেজ তল্লাশি করে ২৫টি স্বর্ণের বার উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ। স্বর্ণসহ বিমানযাত্রীর লাগেজটি কাস্টমস আটক করতে সক্ষম হলেও কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আনিসুর রহমান এবং বিমানবন্দরের সিভিল এভিয়েশন বিভাগের ব্যবস্থাপকের ব্যক্তিগত সহকারী (পিএ) মোমেন মকসুদসহ কয়েকজন বিমানকর্মী সোনা চোরাচালানিকে পালিয়ে যেতে সহায়তা করেন বলে অভিযোগ ওঠে। পরে এ ঘটনা তদন্ত শেষে দুদক কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আনিসুর রহমান, সিভিল এভিয়েশনের কর্মচারী মোমেন মকসুদ, আনসারের এপিসি ইলিয়াস, আনসার সদস্য মাহফুজার ও শাহীন, বিমানের ট্রাফিক হেলপার নুরুদ্দিন এবং লাগেজের মালিক আলাউদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করে।



রাইজিংবিডি/চট্টগ্রাম/০৮ মার্চ ২০১৭/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়