ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

৬০০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদপ্তর

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫১, ২৫ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৬০০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদপ্তর

সচিবালয় প্রতিবেদক : গণপূর্ত অধিদপ্তর চলতি অর্থবছরে ২৯টি মন্ত্রণালয়ের প্রায় ছয় হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এ অধিদপ্তর অনেক সক্ষমতাও দেখাতে পেরেছে। রূপপুর পারমাণবিক কেন্দ্রে মাত্র ১৩ মাসে তিনটি ২০ তলা ভবনের নির্মাণ কাজ শেষ করেছে। এসব ভবনের গুণগত মান যাচাই করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং সেখানে বিদেশিরাও বসবাস করছে।

বুধবার গণপূর্ত অধিদপ্তর সম্মেলন কক্ষে এ অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নাধীন প্রকল্পের পর্যালোচনা সভায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী  ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রধান অতিথির বক্তৃতায় এ তথ্য জানান।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার ও প্রধান স্থপতি কাজী গোলাম নাসির।

অনুষ্ঠানে গণপূর্তমন্ত্রী আরো বলেন, গণপূর্ত অধিদপ্তরের সক্ষমতা ও দক্ষতা অনেকগুণ বৃদ্ধি পাওয়ায় এখন কাজের গুণগত মানের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। একইসাথে দরপত্রের শর্তাবলী সঠিকভাবে অনুসরণ করতে হবে। দরপত্রের শর্তাবলী সঠিকভাবে অনুসরণ না করা অপরাধ। তাই এ বিষয়ে প্রকৌশলীদের সজাগ থাকতে হবে।

তিনি বলেন, ভবন নির্মাণের সাথে সাথে তার রক্ষণাবেক্ষণের প্রতিও গুরুত্ব দিতে হবে। একটি ভবনের সঠিক রক্ষণাবেক্ষণ হলো ঐ ভবনের প্রাণ।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এসব ভবন গণপূর্ত অধিদপ্তরই বাস্তবায়ন করছে। ইতিমধ্যে বিচারপতিদের জন্য এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ তলা আবাসিক ভবনের উদ্বোধন করা হয়েছে। আজিমপুর ও মতিঝিলেও আটটি ২০ তলা আবাসিক ভবন নির্মাণ শেষ করা হয়েছে। বর্তমানে মতিঝিল ও আজিমপুরে প্রত্যেক এলাকায় প্রায় দুই হাজার পরিবার বসবাস করে। এসব এলাকার জরাজীর্ণ ভবন ভেঙ্গে নতুন বহুতল ভবন নির্মাণ করা হবে। ফলে এ দুটি এলাকায় প্রায় ২০ হাজার পরিবার বসবাস করতে পারবে। এসব ভবনের জন্য পৃথক এসটিপি স্থাপন করা হয়েছে। এখন থেকে সকল সরকারি ভবনে বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মিরপুরের স্বপ্ননগরে পানি পরিশোধনাগার ও এসটিপি স্থাপন করা হচ্ছে।

দুই দিনব্যাপী এ সম্মেলনে সারা দেশের নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও অতিরিক্ত প্রধান প্রকৌশলীরা অংশ নিচ্ছেন।



রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৮/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়