ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৬৬ কোম্পানিকে মূল মার্কেটে ফেরাতে কাজ চলছে : অর্থমন্ত্রী

নিয়াজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ৮ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৬৬ কোম্পানিকে মূল মার্কেটে ফেরাতে কাজ চলছে : অর্থমন্ত্রী

সংসদ প্রতিবেদক : শেয়ারহোল্ডারদের সুবিধার জন্য ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে ৬৬টি কোম্পানিকে মূল মার্কেটে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

 

সোমবার বিকেলে দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমানের (খুলনা-২) এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

 

তিনি জানান, ইতিমধ্যে ১২টি কোম্পানি প্রয়োজনীয় শর্ত পরিপালন করে আবেদন করায় সরকার ওটিসি মার্কেট হতে তাদের মূল মার্কেটে ফিরিয়ে এনেছে।

 

ওটিসি মার্কেটে থাকা ৬৬টি কোম্পানি প্রয়োজনীয় শর্ত পরিপালন করে মূল মার্কেটে ফিরে আসার আবেদন করলে সরকার এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে বলে সংসদকে জানান আবুল মাল আবদুল মুহিত।

 

অর্থমন্ত্রী বলেন, ওটিসি মার্কেটের কোম্পানির মূল মার্কেটে আসা নির্ভর করে কোম্পানির আর্থিক স্বচ্ছলতা এবং সিকিউরিটিজ আইন পরিপালন তথা নির্দিষ্ট সময়ে এজিএম সম্পন্ন ও লভ্যাংশ দেওয়ার ওপর।

 

 

 


রাইজিংবিডি/ঢাকা/৮ ফেব্রুয়ারি ২০১৬/নিয়াজ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়