ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মার্সেল বিজয় দিবস কুস্তি প্রতিযোগিতা শুরু

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ৩ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মার্সেল বিজয় দিবস কুস্তি প্রতিযোগিতা শুরু

ডেস্ক রিপোর্ট : দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস, হোম অ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল এর পৃষ্ঠপোষকতায় শনিবার থেকে শুরু হয়েছে ‘মার্সেল বিজয় দিবস পুরুষ ও মহিলা কুস্তি প্রতিযোগিতা-২০১৬’।

 

বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা শেষ হবে আগামী ৪ ডিসেম্বর।

 

জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের নিচতলায় শনিবার এ প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।

 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনে সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান ও যুগ্মসাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আজাদ প্রমুখ।

 

এবার প্রতিযোগিতায় ৪টি দলের ১২০ জন নারী (৬০ জন) ও পুরুষ (৬০ জন) অংশ নিচ্ছেন।

 

অংশ নেওয়া দলগুলো হলো- বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আনসার।

 

পুরুষ ও মহিলা বিভাগে ৮টি করে ওজন শ্রেণিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পুরুষদের ওজন শ্রেণিগুলো হল- ৫৫ কেজি, ৬১ কেজি, ৬৫ কেজি, ৭০ কেজি, ৭৪ কেজি, ৮৬ কেজি, ৯৭ কেজি ও ১২৫ কেজি।

 

মহিলাদের ওজন শ্রেণিগুলো হল- ৪৮ কেজি, ৫৩ কেজি, ৫৫ কেজি, ৫৮ কেজি, ৬০ কেজি, ৬৩ কেজি, ৬৯ কেজি ও ৭৫ কেজি। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল ট্রফি ও মেডেল পাবে।

 

এ ছাড়া প্রতিটি ওজন শ্রেণির প্রথম তিনজনকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে একইরকম হোম অ্যাপ্লায়েন্স দিয়ে পুরস্কৃত করা হবে।

 

এই প্রতিযোগিতার অনলাইন পার্টনার দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ ডিসেম্বর ২০১৬/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়