ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

৭৫০ কোটি টাকা দামের স্মার্টফোন

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ২০ জুন ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৭৫০ কোটি টাকা দামের স্মার্টফোন

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নানা মডেলের স্মার্টফোন রয়েছে। এর মধ্যে সবচেয়ে দামী স্মার্টফোনটির মূল্য কত হতে পারে?

 

একটু আইডিয়া করতে থাকেন, এর ফাঁকে নির্মাতা প্রতিষ্ঠানের নামটি বলে দেই। বিশ্বের সবচেয়ে দামী স্মার্টফোন তৈরি করেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত জুয়েলারি প্রতিষ্ঠান ফ্যালকন লাক্সারি। আর স্মার্টফোনটি হচ্ছে, ফ্যালকন সুপার নোভা পিংক ডায়মন্ড আইফোন৬। এটি এ যাবৎকালের সবচেয়ে দামী স্মার্টফোন। অ্যাপলের জনপ্রিয় আইফোন৬ এর বিলাসী এডিশন হিসেবে ফ্যালকন সুপার নোভা পিংক ডায়মন্ড আইফোন৬ তৈরি করা হয়েছে।

 

ফ্যালকন লাক্সারির বাজারজাতকৃত এ স্মার্টফোনটির মূল্য ৯৫.৫ মিলিয়ন ইউএস ডলার। বাংলাদেশি টাকার হিসেবে যা প্রায় ৭৫০ কোটি টাকা।

 

মূলত শৌখিন ও বিলাসী গ্রাহকদের পছন্দের বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই স্মার্টফোনটি তৈরি করা হয়েছে। এর ক্যাসিংয়ে ব্যবহৃত হয়েছে ২৪ ক্যারেটের সোনা ও ১৮ ক্যারেটের হীরা। আর ফোনের ফিচার হিসেবে আইফোন ৬ এর সুবিধাগুলো তো রয়েছেই।

 

তথ্যসূত্র: জি নিউজ

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ জুন ২০১৬/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়