ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রকল্পে খরচ কমানোর পরিকল্পনা করুন

রুহুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১১, ৬ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রকল্পে খরচ কমানোর পরিকল্পনা করুন

ব্ক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকৌশলীদের উদ্দেশ করে বলেছেন, ‘বেশি খরচে অপ্রয়োজনীয় কাজ করা হচ্ছে। কম খরচে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করুন। খরচ বাড়ানোর পরিকল্পনা না করে কমানোর পরিকল্পনা করতে হবে।’

 

শনিবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৫৬তম কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

 

এ সময় তিনি বলেন, ‘৯৬ থেকে ২০০১ সাল ছিল বাংলাদেশের স্বর্ণযুগ। এই সময়টায় বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। খাদ্য, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। কিন্তু তারপর আবার বিএনপি ক্ষমতায় আসে। আর তখন উন্নয়ন কর্মকাণ্ড থেমে যায়।’

 

তিনি বলেন, ‘তারা (বিএনপি) আমাদের করে যাওয়া কাজের ফিতা কেটেছে। অন্যের করে দেওয়া কাজের ফিতা কেটে বাহবা নিতে সমস্যা কোথায়।’

 

প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত প্রকৌশলীদের উদ্দেশে বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় ব্রিজ-কালভার্ট, এমনকি ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজ ধ্বংস করে দেয় হানাদার বাহিনী। তারপর দেশ স্বাধীন হলে আপনাদের সাহায্য ও সহযোগিতায় সেগুলো পুনরায় নির্মাণ করা হয়েছিল।’
 

এ সময় তিনি রসিকতা করে বলেন, ‘আমি তো আপনাদের পরিবারেরই সদস্য। আমি একজন ইঞ্জিনিয়ারের মা। যদিও আমি বাংলার ছাত্রী। সাহিত্যের ছাত্রী। এ ছাড়া আমি তো আইইবির সদস্য। আপনারা আমাকে সদস্য করেছেন।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/৬ ফেব্রুয়ারি ২০১৬/রুহুল/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়