ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘‌বিদ্যুৎ উৎপাদনে সমস্যা হবে না’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৫, ২৮ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘‌বিদ্যুৎ উৎপাদনে সমস্যা হবে না’

সচিবালয় প্রতিবেদক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ‍বিপু বলেছেন, ‘বিবিয়ানা গ্যাসক্ষেত্রের সংস্কারের জন্য সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। গ্যাস সরবরাহ না থাকলেও বিদ্যুৎ উৎপাদনে কোনো সমস্যা হবে না।’

বুধবার  সচিবালয়ে  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মঙ্গলবার রাত ১২টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সিএনজি স্টেশনগুলো বন্ধ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বেশ আগে থেকেই জানিয়ে আসছি সার্ভিসিংয়ের জন্য সিএনজি স্টেশন বন্ধ থাকবে। বিবিয়ানায় আমাদের যে গ্যাসক্ষেত্রটি  সার্ভিসিংয়ে যাবে, ঈদের আগে থেকেই আমরা সবাইকে জানিয়ে আসছি। বিষয়টা আমরা পত্রিকায় ও টেলিভিশনে প্রচার করেছি।  এটা খুব বেশিক্ষণ নয়, মাত্র ২৪ ঘণ্টার জন্য। গত রাত ১২টা থেকে শুরু হয়েছে আজ রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে।’

তিনি বলেন, ‘যারা সিএনজি গাড়ি ব্যবহার করেন তারা তো পেট্রোলও ব্যবহার করেন। তারা তেল নিয়ে চলতে পারবেন।’

মন্ত্রী বলেন, ‘আমাদের বড় চিন্তা পাওয়ার প্ল্যান্টের জন্য। এখন পাওয়ারে কোনো সমস্যা হচ্ছে না। কারণ এখন যে অবস্থায় আছে প্রায় ৫০০ থেকে ৬০০ এমএমসি এফটি কমে গেলেও সব জায়গায়  বিদ্যুৎ দিতে পারছি। কারণ আমাদের হাতে কিছু রিজার্ভ ছিল, সেটা দিয়ে আমরা মোটামুটিভাবে কাভার দিচ্ছি।’

বিদ্যুতের ক্ষেত্রে একটি ভালো অবস্থায় যেতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে আরো দুই/তিন বছর লাগবে। এজন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ জুন ২০১৭/আসাদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়