ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘আঁধারের আলো’

আমিনুল ই শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৭, ৯ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আঁধারের আলো’

বিনোদন প্রতিবেদক : রামীন ও তার স্ত্রী রিপা একদিন রাতে গাড়িতে যাওয়ার পথে একটা মেয়েকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। সেই থেকে রামীনের হ্যালোসিনেশন হতে থাকে। সব জায়গায় সেই মেয়েটিকে সে দেখতে পায়। বেশ কয়েক বছর আগে রামীন ও তার বন্ধু ঈশান জমি সংক্রান্ত ঘটনার জের ধরে অর্পা নামের ওই মেয়েটিকে খুন করেছিল।

এরপর থেকে মেয়েটির আত্মা সারাক্ষণ তার চারপাশে ঘুরতে থাকে। দিনে দিনে অসুস্থ হয়ে পড়ে রামীন। একপর্যায়ে অর্পার আত্মা ঈশানকেও খুন করে এবং রামীনের স্ত্রীর দেহে ভর করে। তারপর রামীন তার স্ত্রীকে সব কথা খুলে বলতে বাধ্য হয়। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক আঁধারের আলো

মনজুরুল হাসান মিলনের পরিচালনায় এতে অভিনয় করেছেন- ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্যাহ প্রমুখ। ৯ অক্টোবর, শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।

 


রাইজিংবিডি/ঢাকা/৯ অক্টোবর ২০১৫/আমিনুল ই শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়