ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাজধানীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪১, ১১ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁওয়ে ভেজালবিরোধী অভিযানে তিন প্রতিষ্ঠানকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

রোববার এ অভিযান পরিচালনা করা হয়। যৌথভাবে অভিযান পরিচালনা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপপরিদর্শক মো. ফোরকান শরীফ জানান, রাজধানীর তেজগাঁও এলাকায় দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আল ইসলাম রেষ্টুরেন্টকে বাসি পঁচা খাবার বিক্রি করায় ৭০ হাজার টাকা, ক্যাফে ইউসুফ হোটেলকে বাসি পঁচা খাবার বিক্রি করায় ৫০ হাজার টাকা এবং ইসলামিয়া রেস্তোরাঁকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মো. আব্দুল মজিদ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ ডিসেম্বর ২০১৬/আহমদ নূর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়