ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘ইউরোপে আরো বড় আঘাত অবসম্ভাবী’

রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ১৩ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ইউরোপে আরো বড় আঘাত অবসম্ভাবী’

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপে সামনে আরো বড় সন্ত্রাসী আঘাত ‘অবসম্ভাবী’ বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস। শনিবার জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে তিনি এ আশঙ্কার কথা জানান।

 

উচ্চমাত্রার সন্ত্রাসবাদ গভীরতর হচ্ছে। নতুন যুগের এমনই এক বৈশিষ্ট্যে আমরা প্রবেশ করেছি, যা গভীরভাবে আমাদের অনুভব করাচ্ছে। সন্ত্রাসবাদের হুমকিগুলোর ব্যাপারে আমাদের আরো চৈতন্যোদয় হওয়া উচিত। একটি আক্রমণ আসছে; বড় ধরনের আক্রমণ এবং এটি অবসম্ভাবী। এই দানবগোষ্ঠী এখানেও অবস্থান করতে পারে।’

 

জার্মানির দক্ষিণের শহর মিউনিখে শনিবার থেকে তিন দিনব্যাপী এই নিরাপত্তা সম্মেলন শুরু হয়েছে। এদিন রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদের পরই ফ্রান্সের প্রধানমন্ত্রী তার বক্তব্য পেশ করেন।

 

ফ্রান্সের প্রধানমসন্ত্রী আরো বলেন, ভয়ঙ্কর এই সন্ত্রাসীগোষ্ঠী আদর্শিকভাবে বেশ মুগ্ধকর। আমরা যুগ পরিবর্তনের দিকে গেলেও ভয়ঙ্কর এই সন্ত্রাসবাদ আমাদের সমাজের একদম হৃদয়ে প্রোথিত হয়ে আছে।’

 

তথ্যসূত্র : এএফপি অনলাইন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৬/রহমান

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়