ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘এসএসসিতে ফরম পূরণে অতিরিক্ত টাকা নিলে ব্যবস্থা’

মেহেদী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫১, ৩০ নভেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘এসএসসিতে ফরম পূরণে অতিরিক্ত টাকা নিলে ব্যবস্থা’

নিজস্ব প্রতিবেদক : এসএসসি পরীক্ষার ফরম পূরণে পরীক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত টাকা আদায় করলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে নির্দেশ যথাযথভাবে পালন করা হচ্ছে কি না, সে বিষয়ে শিক্ষা সচিব এবং শিক্ষাবোর্ডগুলোকে আগামী ৬ জানুয়ারির মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।
 
সোমবার  বিচারপতি কাজী রেজা-উল হক ও আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বতঃপ্রণোদিতভাবে এ আদেশ দেন।
 
এ বিষয়ে একটি দৈনিক পত্রিকার প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী মোজাম্মেল হোসেন। এ সময় আদালত এসএসসির ফরম পূরণে পরীক্ষার্থীদের কাছ থেকে বাড়তি টাকা আদায় নিয়ে  ১৭   ইংরেজি পত্রিকা ডেইলি সানে প্রকাশিত সংবাদের কথা উল্লেখ করে স্বতঃপ্রণোদিত আদেশ দেন।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ নভেম্বর ২০১৫/মেহেদী/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়