ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘কী সুর বাজে’ এর মোড়ক উন্মোচন

রফিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ২৪ জুলাই ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কী সুর বাজে’ এর মোড়ক উন্মোচন

বিনোদন ডেস্ক : রবীন্দ্র সংগীতশিল্পী গুলজার হোসেন উজ্জ্বলের প্রথম একক অ্যালবাম ‘কী সুর বাজে’ এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি ক্লাবে অ্যালবামের মোড়ক উন্মোচন করেন বংশীবাদক উস্তাদ আজিজুল ইসলাম, উস্তাদ সুমন চৌধুরী।

 

১০টি রবীন্দ্র সংগীত দিয়ে সাজানো হয়েছে এ অ্যালবাম। পরিবেশক সুরের মেলা।

 

মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন- শিল্পী বিপাশা গুহঠাকুরতা, পারভীন সুলতানা, সংগীত বিশ্লেষক গোলাম ফারুক, শিল্প সমালোচক রফিক সুলাইমান এবং সংগীত পরিচালক অজয় মিত্র।

 

অনুষ্ঠানটির আয়োজন করেন সংগীত বিষয়ক অনলাইন গ্রুপ ‘প্রসংগ নজরুল সংগীত (প্রনস)’ ও ইউটিউব চ্যানেল ‘এইচ আর চ্যানেল’।

 

মোড়ক উন্মোচন শেষে শিল্পী গুলজার হোসেন উজ্জ্বল অ্যালবামের গানগুলো গেয়ে শোনান। অনুষ্ঠানে দুটি নজরুল সংগীতও পরিবেশন করেন তিনি।

 

শিল্পী গুলজার হোসেন উজ্জ্বল একজন চিকিৎসক। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেমোটোলজি বিভাগে কর্মরত আছেন। তিনি স্কুল জীবন থেকেই সংগীত চর্চা করেন। মঞ্চের পাশাপাশি রেডিও-টিভিতেও গান করেন গুলজার হোসেন উজ্জ্বল।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ জুলাই ২০১৬/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়