ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দুই কোম্পানির বোর্ডসভা আজ

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫১, ২৪ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই কোম্পানির বোর্ডসভা আজ

অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পরিচালনা পর্ষদ সভা আজ।

 

কোম্পানি দুটি হলো-বস্ত্র খাতের মিথুন নিটিং এবং চামড়া খাতের কোম্পানি বাটা সু লিমিটেড।

 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

মিথুন নিটিং: মিথুন নিটিংয়ের বোর্ড সভা আজ বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়াগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে বলে জানা গেছে।

 

উল্লেখ্য, ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানিটি ৩০ জুন, ২০১৫ সমাপ্ত অর্থবছর শেয়ারহোল্ডারদের জন্য ১৭ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল। সে বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১.৯৪ টাকা, এনএভিপিএস হয়েছিল ২১.৫৭ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছিল ০.১৫ টাকা।

 

বাটা সু: বাটা সু লিমিটেডের বোর্ড সভা আজ দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণার পাশাপাশি অন্যান্য এজেন্ডা উত্থাপন করা হবে বলে জানা গেছে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ নভেম্বর ২০১৬/আশিক/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়