ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘খালেদা জিয়া জেগে ঘুমান’

এনআর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ১০ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘খালেদা জিয়া জেগে ঘুমান’

সংসদ প্রতিবেদক : মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার মন্তব্যের সমালোচনা করে ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, গণহত্যা নিয়ে বিশ্বের বিভিন্ন রাজনৈতিক নেতা, লেখক ও সাংবাদিকদের লেখা প্রবন্ধ রয়েছে। অথচ খালেদা জিয়া এর কিছুই দেখেন না। তিনি জেগে ঘুমান। তাই তার ঘুম ভাঙানো যাবে না।

 

বিএনপিকে বাংলাদেশি ন্যাশনাল ফর পাকিস্তান উল্লেখ করে তারানা বলেন, খালেদা জিয়া ষড়যন্ত্রের রাজনীতি করেন। তাই তাকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আনা সম্ভব নয়।

 

বুধবার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

 

তারানা হালিম বলেন, খালেদা জিয়া দেশের তিন বারের প্রধানমন্ত্রী। কিন্তু তিনি কখনো রাজাকারকে রাজাকার বলেননি। তিনি প্রধানমন্ত্রী ও সংসদে বিরোধী দলীয় নেত্রী থাকা অবস্থায় তার বক্তব্যে কখনো বলেননি পাকিস্তানি বাহিনীর দোসর রাজাকার, আলবদর, আলশামস। তিনি বলেন পাকিস্তানি দখলদার বাহিনী ও দোসররা।

 

তারানা হালিম প্রশ্ন রাখেন, কেন তিনি বলতে পারেন না পাকিস্তানি হানাদার বাহিনী, রাজাকার-আলবদর-আলশামস?

 

এই প্রতিমন্ত্রী বলেন, বেগম জিয়া একবার অগ্নিসন্ত্রাস করে তার দলের হাত পুড়িয়েছেন। এবার শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক শুরু করে সেই আগুনে তার দল ভস্মীভূত হয়ে যাবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ ফেব্রুয়ারি ২০১৬/এনআর/রহমান

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়