ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘চট্টগ্রাম সিটি নির্বাচনে রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে’

রেজাউল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ২৬ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘চট্টগ্রাম সিটি নির্বাচনে রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে’

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত নেতা-কর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাস চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন মেয়র প্রার্থী মনজুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট আমীর খসরু মাহমুদ চৌধূরী।

 

রোববার দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

 

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিশ্ববাসী গভীর আগ্রহ নিয়ে সিটি নির্বাচন পর্যবেক্ষণ করছে। আমরা অসম একটি অবস্থা থেকে নির্বাচনে অংশ নিচ্ছি। আমাদের হাজার হাজার নেতা-কর্মী জেলে রয়েছে। ভয়ভীতি, বাধা উপক্ষো করে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করছি। প্রচারণা শুরুর পর থেকে ঢাকা ও চট্টগ্রামের জনগণ আমাদের পক্ষে রয়েছে। আমাদের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।’

 

তিনি বলেন, ‘সরকারী দল এবং সরকারের আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী এক সঙ্গে মিলে বিএনপি সমর্থিত প্রার্থী ও বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। বিএনপির পক্ষে গণজোয়ার দেখে সরকার দমন-নিপীড়ন শুরু করেছে।’

 

আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করে বলেন, ‘ইতিমধ্যে নগরীর হোটেল- মোটেল, গেস্ট হাউস ও বাসাবাড়ি দখল হয়ে গেছে। বেশ কয়েকটি কেন্দ্র ভোটের কয়েক দিন আগে থেকেই তারা দখল করে ফেলেছে। প্রিসাইডিং অফিসারদের টাকার লোভ দেখানো হচ্ছে। তাতে রাজি না হলে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে আমাদের কাছে অভিযোগ এসেছে।’

 

ভোটারদের প্রতি আমীর খসরু মাহমুদ বলেন, ‘আমাদের অনুরোধ, আপনারা যদি চট্টগ্রামকে সন্ত্রাসমুক্ত দেখতে চান, বাসযোগ্য ও শান্তিপূর্ণ নগরী দেখতে চান, তাহলে আগামী ২৮ এপ্রিল সব বাধা দূর করে যে কোনোভাবেই ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কমলা লেবুর বিজয় সুনিশ্চিত করবেন।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২০ দলীয় জোটের অন্যতম নেতা ও এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব) অলি আহম্মেদ বীর বিক্রম, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ ওয়াহিদুল আলম, কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান শামীম, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধূরী, নগর বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।

 

 

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/২৬ এপ্রিল ২০১৫/রেজাউল/বকুল  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়