ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘চোরাচালান যা ধরা হয় তা গাছের পাতা মাত্র’

এম এ রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১১, ১৩ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘চোরাচালান যা ধরা হয় তা গাছের পাতা মাত্র’

আব্দুল মাতলুব আহমাদ

অর্থনৈতিক প্রতিবেদক : ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বলেছেন, ‘চোরাচালান যা ধরা হয় তা গাছের পাতা মাত্র। একটা পাতা ঝরে যায় আর একটি পাতা গজায়। গাছের গোড়ায় কেন যাওয়া হয় না? আমাদের শুল্ক গোয়েন্দাদের স্বর্ণসহ অন্যান্য চোরাচালানের হোতাদের খুঁজে বের করেতে হবে।’

 

শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ ভবনে (আইডিইবি)  ‘চোরাচালান ও শুল্ক ফাঁকি রোধে করণীয়’ শীর্ষক এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান।

 

মাতলুব আহমাদ বলেন, ‘স্বর্ণ চোরাচালানের প্রক্রিয়া দেখে লজ্জা লাগল। মানুষ কত অভিনব প্রক্রিয়ায় চোরাচালন করছে। দেশের নাগরিক হিসেবে লজ্জা লাগে। তবে এর সঙ্গে শুল্ক গোয়োন্দাদের জন্য গর্বিত, তারা ওই কৌশল ধরে ফেলেছেন।’

 

সব ব্যবসায়ী খারাপ না মন্তব্য করে এফবিসিসিআই সভাপতি বলেন, ‘সব ব্যবসায়ী যেমন ভাল না, আবার সব ব্যবসায়ী খারাপও না। আজকের প্রবন্ধে এই বিষয়ে বলা হলেও এনবিআরের সব কর্মকর্তারা যে ভাল না সে বিষয়ে বলা হয় নাই। কারণ এক হাতে তালি বাজে না। এত কৌশলে চোরাচালান শুধু এক পক্ষের মাধ্যমেই হতে পারে না। তাই যদি একটি হাত কাটা যায় তাহলে অন্য হাত তালি বাজাতে পারবে না।’

 

র‌্যাবের ভ্যাট অভিযানে অংশ নেওয়ার বিষয়ে মাতলুব আহমাদ বলেন, ‘র্যা ব ভ্যাট ফাঁকিবাজ ধরতে অভিযান চালাতে আগ্রহ প্রকাশ করেছিলেন। যেটা উদ্বেগজনক ছিল। অর্থমন্ত্রীকে এজন্য ধন্যবাদ। যদি র‌্যাব বলতো যারা ভ্যাট নেওয়ার নামে হয়রানি করে তাদেরকেও ধরা হবে তাহলে র্যা বের প্রস্তাব সমর্থন করতাম।’

 

এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যলয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ।

 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বিশেষ অতিথি অর্থ-প্রতিমন্ত্রী এম এ মান্নান ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সচিব ড. মোজাম্মেল হোসেন খান।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৬/এম এ রহমান/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়