ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

থাইল্যান্ডের রাজা হলেন ভাজিরালংকর্ন

শাহেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৭, ২ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
থাইল্যান্ডের রাজা হলেন ভাজিরালংকর্ন

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের নতুন রাজা হলেন যুবরাজ মহা ভাজিরালংকর্ন। পার্লামেন্টের আমন্ত্রণে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহন করেছেন তিনি।

 

গত ১৩ অক্টোবর মারা যান ভাজিরালংকর্নের বাবা রাজা ভুমিবল আদুলিয়াদেজ। বাবার মৃত্যুর পরপরই সিংহাসনে আরোহন করার কথা ছিল তার। কিন্তু  ভাজিরালংকর্ন জানিয়েছিলেন, শোক পালনের জন্য তিনি এক বছর সময় চান। গত মাসে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এক বছর নয়, বরং চলতি বছরেই সিংহাসনে আরোহন করবেন যুবরাজ।

 

দায়িত্ব গ্রহণের জন্য বৃহস্পতিবার সকালে জার্মানি থেকে দেশে ফেরেন ভাজিরালংকর্ন। পরে বৌদ্ধ মতবাদ অনুযায়ী প্রয়াত রাজা ভূমিবলের মৃত্যুর ৫০ দিনের আনুষ্ঠানিকতা সারেন তিনি। সন্ধ্যায় থাই পার্লামেন্টের সিংহাসনে আরোহনের আমন্ত্রণ গ্রহণ করেন যুবরাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান ওঁচা। তিনি বলেছেন, নতুন রাজা হবেন ‘জাতির অন্তরাত্মা’।

 

টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে নতুন রাজা বলেছেন, ‘প্রয়াত রাজার ইচ্ছাপূরণ ও থাইবাসীর কল্যাণে আমি এ আমন্ত্রণ গ্রহণ করছি।’

 

সিংহাসনে আরোহনের মাধ্যমে ভাজিরালংকর্ন ২৩৪ বছরের পুরনো চকরি সাম্রাজ্যের দশম রাজা হলেন। আনুষ্ঠানিকভাবে তিনি রাজা দশম রাম নামে পরিচিত হবেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২ ডিসেম্বর ২০১৬/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়