ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জিয়ার জন্যই হাসিনা প্রধানমন্ত্রী : সানাউল্লাহ

আজাদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৯, ৩ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিয়ার জন্যই হাসিনা প্রধানমন্ত্রী : সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতা অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বলেছেন, বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারনেই আজ শেখ হাসিনা প্রধান মন্ত্রী হতে পেরেছেন। জিয়াউর রহমান যদি গনতন্ত্র পুন:প্রতিষ্ঠা না করতেন হাসিনার কখনো প্রধানমন্ত্রী হবার স্বাদ পূরন হতো না।

 

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ভিআইপি লাউঞ্চে আমরা জিয়ার সৈনিক কেন্দ্রীয় কমিটি আয়োজিত শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচি ও আজকের পেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

সানাউল্লাহ বলেন, ‘বিজিবি সদস্য রাজ্জাককে মিয়ানমারে ধয়ে নিয়ে যাবার পর তাকে ফেরত আনতে সরকারেকে বেগ পেতে হয়েছে। তার মানে এটা স্পষ্ট, সরকার দেশের ভূখণ্ড রক্ষা করতে হিমশিম খাচ্ছে। সংবিধানিক মূলনীতির মধ্যে সরকার এখন নেই।

 

জাতীয় প্রেসক্লাবের পেছনে জিয়ার অবদান তুলে ধরে তিনি বলেন, ‘৬৪ বছরে প্রেসক্লাব দখলের মত ঘটনা ঘটেনি। প্রেসক্লাবের অবস্থা আজ চরের জায়গার মত হয়ে গেছে।’

 

তিনি বলেন, ‘দেশে জিয়ার ১৯ দফা কর্মসূচি বাস্তবায়ন হলে দেশ বহুদূর এগিয়ে যেত। ওয়ান ইলেভেনের পর থেকে আট বছরে খালেদা জিয়া ও তারেক রহমানের দুর্নীতির ঘটনা খুঁজে পাওয়া যায়নি। বরং দুর্নীতির মামলায় আদালত তারেককে খালাস দিয়েছেন। যে বিচারক তাকে খালাস দিলন তাকে দেশ থেকে বিতারিত করা হয়েছে। দেশে বর্তমানে আইনের শাসন নেই। টক শো বা কোনো প্রোগ্রাম শেষে বের হওয়ার সময় গ্রেফতার করা হয়। এটা কী ভাবে আইনের শাসন হতে পারে ? সাধারন মানুষকে ধরে নিয়ে গিয়ে পুলিশ টাকা চায়। টাকা না পেলে গুলি করে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল জামিন পেলেও কোনো অদৃশ্য কারণে তাকে জেলে আটক রাখা হচ্ছে। এই সরকার বিচারপতিদের চাকরি এমপিদের হাতে ন্যস্ত করেছেন। তাই এমপিদের কোনো রকম দণ্ড দেয়া সম্ভব হয় না। বিচারপতিরাও স্বাধীনভাবে কাজ করতে পারেন না।’

 

তিনি বলেন, ‘নতুন প্রজম্মকে আজ আর বোবা হয়ে থাকলে চলবে না। জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে ১৯ দফা কর্মসূচি নিয়ে কাজ করতে হবে। তাহলে দেশে গণতন্ত্র রক্ষা পাবে।’

 

শফিকুর রহমান শফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রফিক শিকদার, অ্যাডভোকেট মঈন উদ্দিন, মো আবদুর রহিম, লতিফ শিকদার ও হাবিবুর রহমান।  

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ জুলাই ২০১৫/আজাদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়