ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বরিশালে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

জে. খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ৬ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 বরিশালে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালের মেহেন্দীগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড  দিয়েছেন আদালত। একই সঙ্গে  তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

 

মৃত্যুদণ্ডপ্রাপ্তের নাম সুমন মুন্সি (২৫)। তিনি মেহেন্দীগঞ্জ উপজেলার তালুকদারচরের আবুল মুন্সির ছেলে।

 

রোববার বিকেলে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ মো. আবু তাহের এ আদেশ দেন।

 

এ ছাড়া মামলার আসামি আজিজুল মুন্সি, কাবুল মুন্সি ও ফরিদা বেগমকে খালাস দিয়েছেন আদালত।

 

ট্রাইব্যুনালের স্পেশাল পিপি ফয়জুল হক ফয়েজ জানান, ২০১৩ সালে সুমনের সঙ্গে আনিছ হাওলাদারের মেয়ে সাথির (২০) বিয়ে হয়। তাদের সংসারে ৮ মাসের একটি সন্তানও রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের জন্য সাথিকে মারধর করতেন সুমন।

 

এরই সূত্র ধরে ৭০ হাজার টাকা যৌতুকের দাবিতে গত বছরের ২০ জুন সাথিকে হত্যা করে সুমন। পরের দিন লাশ উদ্ধার করে পুলিশ।

 

একই দিন নিহত সাথির বাবা আনিছ হাওলাদার বাদী হয়ে সুমনসহ তার দুই ভাই ও মায়ের বিরুদ্ধে মেহেন্দীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামি সুমনকে আটক করে পুলিশ।

 

পরবর্তীতে আদালতে জবানবন্দিতে সুমন তার স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেন।

 

এদিকে গত বছরের ২৭ অক্টোবর মেহেন্দীগঞ্জ থানার এসআই তারিক হাসান রাসেল ওই মামলার চার্জশিট দাখিল করেন।

 

 

রাইজিংবিডি/বরিশাল/৬ নভেম্বর ২০১৬/জে. খান স্বপন/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়