ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘টি-টোয়েন্টি এক ওভারের খেলা’

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ২ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘টি-টোয়েন্টি এক ওভারের খেলা’

ক্রীড়া প্রতিবেদক : ‘টি-টোয়েন্টি ক্রিকেটে যে কেউ ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। এটি মাত্র এক ওভারের খেলা। পুরো ম্যাচর দৃশ্য পাল্টাতে এক ওভারই যথেষ্ট।’- কথাগুলো বলছিলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জেপি ডুমিনি।

 

বাংলাদেশ সফর করছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। বৃহস্পতিবার দ্বিতীয়দিনের মত অনুশীলন শুরুর আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ডুমিনি এ কথা বলেন। শুক্রবার দক্ষিণ আফ্রিকার প্রস্তুতি ম্যাচ বিসিবি একাদশের বিপক্ষে। টি-টোয়েন্টি এ ম্যাচ হবে ফতুল্লায়। স্টেডিয়াম দর্শকদের জন্যে উন্মুক্ত থাকবে।

 

ম্যাচটিকে মূল ম্যাচের মতই দেখছেন ডুমিনি। মূল ম্যাচের মতই গুরুত্ব দিয়ে খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন বামহাতি এই ব্যাটসম্যান। নিজের পরিকল্পনা প্রসঙ্গে ডুমিনি বলেন, ‘বোলিং ও ব্যাটিং উভয়ই ঠিকভাবে করতে চাই। আমি সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। বেশ কয়েক বছর ধরে আইপিএল খেলায় আমার অনেক অভিজ্ঞতা অর্জিত হয়েছে। ম্যাচের বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে বল করতে হয় কিংবা পাওয়ার প্লেতে কিভাবে খেলতে হয় সে সম্পর্কে ভালো ধারণা তৈরী হয়েছে।’

 

নিজের ও অন্যান্য খেলোয়াড়ের উন্নতির পেছনে আইপিএলের কথা বললেন ডুমিনি। এক প্রশ্নের জবাবে ডুমিনি বলেন, ‘উন্নতির কারণ মনে হয় আইপিএল! সেখানে একেকজন একেক দলে খেলে। তবে আমাদের নিজস্ব দলীয় কাঠামো আছে। আমরা বাংলাদেশের বিপক্ষে দলীয়ভাবে পরিকল্পনা সাজাচ্ছি।’

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২ জুলাই ২০১৫/ইয়াসিন/নওশের

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়